Advertisement
১৬ জুন ২০২৪
temple

Bizarre: ফল-মিষ্টি নয়, প্রসাদে থাকে পিৎজা, বার্গার! ঘুরে আসবেন নাকি এই মন্দির থেকে

ফলমূলের বদলে ঠাকুরকে অর্পণ করা ভোগে থাকে পিৎজা, বার্গার। কোন মন্দিরে গেলে পাবেন এমন প্রসাদ?

প্রসাদ হিসাবে বিতরণ করা হয় পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ব্রাউনির মতো খাবার।

প্রসাদ হিসাবে বিতরণ করা হয় পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ব্রাউনির মতো খাবার। ছবি-প্রতীকী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৪:০২
Share: Save:

সব মন্দিরে ভগবানকে অর্পণ করা ভোগের পদ একই রকম হয় না। মন্দিরভেদে প্রসাদে একটা বৈচিত্র্য থাকে। তবে খুব বেশি হেরফের হয় না। খিচুড়ি, লুচি, সুজি, মিছরি, মাখন, লাড্ডু— ঘুরিয়ে-ফিরিয়ে এগুলি প্রসাদ হিসাবে থাকে। কিন্তু চেন্নাইয়ের পাদাপ্পাই অঞ্চলে জয়দুর্গা পীঠম মন্দিরে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ব্রাউনির মতো খাবার। প্রতিটি খাবারের গায়ে লেখা থাকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখও।

এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে শ্রী শ্রীধর পেশায় ক্যানসারের চিকিৎসক। এই মন্দিরে অত্যন্ত সচেতন ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। নিয়মিত যে সব ভক্তরা এখানে আসেন, তাঁদের জন্মতারিখ নথিভুক্ত করা থাকে। ভক্তের জন্মদিনে ভগবানকে ভোগ হিসাবে কেক দেওয়া হয়। সে দিন প্রসাদেও থাকে কেক। ভক্তরাও অত্যন্ত ভক্তি নিয়ে এই প্রসাদ সাদরে গ্রহণ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

temple Chennai Burger pizza
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE