Advertisement
১৯ মে ২০২৪

খাবারে বিষক্রিয়া, অসুস্থ ৬০ ছাত্রছাত্রী

অনুষ্ঠান বাড়ির খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল প্রায় ৬০ জন ছাত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার তাদের ১৫ জনকে বসিরহাটের ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের পানিগোবরা গ্রামের একটি অনাথ মহিলাদের আবাসিকে।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৪ ০০:৪৮
Share: Save:

অনুষ্ঠান বাড়ির খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল প্রায় ৬০ জন ছাত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার তাদের ১৫ জনকে বসিরহাটের ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের পানিগোবরা গ্রামের একটি অনাথ মহিলাদের আবাসিকে।

বুধবার বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক এটিএম আব্দুল্লা রণি, জেলা স্বাস্থ্য আধিকারিক পুষ্পেন্দু সেনগুপ্ত, ডেপুটি সিএমওএইচ বিমলকৃষ্ণ পাল-সহ চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে যান। গ্রামে শিবির করে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা এবং ওষুধের ব্যবস্থা করা হয়। পরে তাঁরা ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি ছয় থেকে ষোল বছর বয়সী ১৫ জন ছাত্রীকে দেখতে যান।

বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি বলেন, “ছাত্রীদের চিকিৎসার যাতে কোন রকম অসুবিধা না হয় সে জন্য স্বাস্থ্য আধিকারিককে বলা হয়েছে।” বসিরহাট জেলা স্বাস্থ্য আধিকারিক পুষ্পেন্দু সেনগুপ্ত বলেন, “অনুষ্ঠান বাড়ির বাসি খাবারে বিষক্রিয়া হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। আবাসিকের পানীয় জল আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বলা হয়েছে।”

ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের পানিগোবরা গ্রামে আজীজিয়া জিয়াউলিয়া বালিকা এতিম খানায় (আবাসিক) ৯৫ জন ছাত্রী থাকে। তাদের নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এতিম খানার সম্পাদক মাসুম বিল্লা বলেন, “গরিব মেয়েরা থাকে বলে কোথাও কোনও অনুষ্ঠান হলেই স্থানীয়রা এতিম খানায় খাবার দিয়ে যান। ওই দিন বাদুড়িয়ার গোখনা গ্রামে এ রকমই এক অনুষ্ঠান বাড়ি থেকে তাদের জন্য খাবার পাঠানো হয়েছিল। দুপুর এবং রাতে সে সব খাওয়ার পর গভীর রাত থেকে ওরা অসুস্থ হতে শুরু করে।”

বিধায়ক বলেন, “ওদের অসুস্থতার খবর স্বাস্থ্য দফতরকে জানিয়েই এখানে চলে এসেছি।” বিমলকৃষ্ণবাবু বলেন, “দ্রুত চিকিৎসা শুরু করে ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

basirhat food poisoning sick
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE