Advertisement
২০ মে ২০২৪

মক্কার দুর্ঘটনায় রাজ্যের এক জন-সহ মৃত ভারতের ১৫

মক্কার দুর্ঘটনায় মৃত ভারতীয় হজযাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। আহত আরও ১৩ জন। মৃতদের মধ্যে রয়েছেন এ রাজ্যের উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মুন্সি আব্দুল আজিজ। শুক্রবার সকালে টুইটারে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

মৃতদেহের সারি। ছবি: রয়টার্স।

মৃতদেহের সারি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৩
Share: Save:

মক্কার দুর্ঘটনায় মৃত ভারতীয় হজযাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। আহত আরও ১৩ জন। মৃতদের মধ্যে রয়েছেন এ রাজ্যের উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মুন্সি আব্দুল আজিজ। শুক্রবার সকালে টুইটারে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের সবাইকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবারের দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে বিদেশমন্ত্রী টুইটারে জানান, “স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে ভারত থেকে প্রচুর স্বেচ্ছাসেবী মক্কা পৌঁছেছেন। আমাদের দূতাবাসের আধিকারিকেরা জানিয়েছেন দেহ শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। তা শেষ হতে আরও ২৪ ঘণ্টা লাগবে। আর তার পরেই সৌদি প্রশাসন সরকারি ভাবে ছবি-সহ মৃতদের তালিকা প্রকাশ করবে।” যে ১৫ ভারতীয়ের মৃতদেহ শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ৯ জনই গুজরাতের বাসিন্দা ছিলেন। বাকি ৫ জনের মধ্যে ঝাড়খণ্ড ও তামিলনাড়ুর ২ জন করে এবং মহারাষ্ট্রের ১ জন এবং পশ্চিমবঙ্গের ১ জন রয়েছেন। ভারতীয় হজযাত্রীদের সাহায্যার্থে দু’জন কেন্দ্রীয় আধিকারিককে মক্কা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

দু’সপ্তাহের ব্যবধানে মক্কায় দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় হাজার জনের। প্রথমে গ্র্যান্ড মসজিদে ক্রেন ভেঙে মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের। আর এ বার প্রায় ৮০০ জনের। গ্র্যান্ড মসজিদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১১ ভারতীয়ের।

বৃহস্পতিবারের দুর্ঘটনায় মৃত ভারতীয়দের তালিকা:

সামসুদ্দিন মহম্মদ ইব্রাহিম (তামিলনাড়ু), মহিদিন পিচাল (তামিলনাড়ু), মহম্মদ রুস্তম আলি (ঝাড়খণ্ড), নিজাউল হক (ঝাড়খণ্ড), সেলিম ইউসুফ শেখ (মহারাষ্ট্র), মহম্মদ হানিফ হাসান (গুজরাত), মহম্মদ মদিনাবিবি (গুজরাত), দিওয়ান আয়ুবশা বাফাইসা (গুজরাত), দিওয়ান জুবেদাবিবি আয়ুবশা (গুজরাত), সোদা রেহমত কসম (গুজরাত), বেতারা ফাতমাবেন করিম (গুজরাত), বোলিম হাভবাই ইশাক (গুজরাত), নাগোরি জোহরাবিবি (গুজরাত), নাগোরি রুখসানা মহম্মদ ইশাক (গুজরাত), মুন্সি আব্দুল আজিজ (পশ্চিমবঙ্গ)।

হেল্পলাইন নম্বর: ০০৯৬৬১২৫৪৫৮০০০/ ০০৯৬৬১২৫৪৯৬০০০

টোল-ফ্রি নম্বর ৮০০২৪৭৭৭৮৬

এই সংক্রান্ত আরও খবর:

মক্কার ছবি

এ রাজ্যের হজযাত্রীরা সুস্থই আছেন, আশা কমিটির

ঘণ্টাখানেক পরেই রাস্তা কিন্তু স্বাভাবিক

হাত পিছলে গেল, কান্না বৃদ্ধ স্বামীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE