Advertisement
০৪ মে ২০২৪
National News

২৮ বছরের তুতো দাদার হাতে ধর্ষিতা ৮ মাসের শিশু!

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তিন ঘণ্টা ধরে ওই শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। এর পর আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। ঘটনার পর সরব হয়েছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ১২:৩৬
Share: Save:

আত্মীয়দের ভরসায় শিশুকন্যাকে রেখে স্বামী-স্ত্রী, দু’জনেই কাজে গিয়েছিলেন। সে ভরসা যে এ ভাবে ভেঙে যাবে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি তাঁরা। কারণ, তুতো দাদার হাতেই ধর্ষণের শিকার হতে হয়েছে তাঁদের ৮ মাসের শিশুকে। দিল্লির সুভাষ নগর এলাকার ঘটনা। আপাতত আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়ছে সে। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সুভাষ নগর এলাকায় শকুরবস্তির বাসিন্দা ওই শিশুটির বাবা দিনমজুর। মা পরিচারিকার কাজ করেন। রবিবার কাজে গিয়েছিলেন তাঁরা। মেয়েকে রেখে গিয়েছিলেন তাঁদের বাড়ির একতলায়, এক আত্মীয়ের হেফাজতে। শিশুটির বাবা বলেন, “কাজে বেরিয়ে ছিলাম। আমার স্ত্রীকেও ঘণ্টাখানেকের জন্য বাইরে বেরোতে হয়েছিল।” সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তাঁরা দেখেন, যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। তার যৌনাঙ্গ থেকে রক্ত বার হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এর পর সুভাষ নগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে ওই পরিবার। শিশুটির মা-বাবার অভিযোগ, ওই আত্মীয়ের ২৮ বছরের ছেলেই তাঁদের মেয়েকে ধর্ষণ করেছে।

পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে ওই যুবক। তারা জানিয়েছে, ঘটনার দিন খেলার নাম করে শিশুটিকে বাড়ির উপরের তলায় নিয়ে যায় অভিযুক্ত। এর পর সেখানেই তার মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে সে। ঘটনার পর থেকেই এলাকা থেকে চম্পট দেয় ওই যুবক। সোমবার পুলিশের জালে ধরা পড়ে সে। তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: পদ্মাবত বনাম স্বরা: পুরুষতান্ত্রিক মুখ কি বেরিয়ে আসছে বলিউডের

আরও পড়ুন: গোলাপি মলাটে বন্দি মেয়েদের প্রতি অনিঃশেষ অবিচার

এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তিন ঘণ্টা ধরে ওই শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। এর পর আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। ঘটনার পর সরব হয়েছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। ওই শিশুটিকে দেখতে হাসপাতালেও যান তিনি। শিশুটির জন্য প্রার্থনা করতে বলে টুইট করেন স্বাতী। তিনি আরও লিখেছেন, “এই লোকটি মনুষ্যত্বকে লজ্জায় ফেলে দিয়েছে। নিজে এক ছেলে-মেয়ের বাবা হয়েও এ কাজ করেছে সে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE