Advertisement
E-Paper

দ্বাদশের পরীক্ষায় ৮৮ শতাংশ নম্বর আফজল গুরুর পুত্র গালিবের

বারামুলা জেলার সোপোরের ওই বাড়িটিতেই এখন উপচে পড়ছে ভিড়। অতিথিদের হাতে উপহার। আফজল-পুত্র গালিব গুরুকে অভিনন্দন জানাতেই এই ভিড়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১৮:৫৭
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করল গালিব গুরু। ছবি:ফেসবুকের সৌজন্যে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করল গালিব গুরু। ছবি:ফেসবুকের সৌজন্যে।

বছর চারেক আগে ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। আফজল গুরুর ফাঁসির আগে এই বাড়ির সামনেই ছিল সশস্ত্র পুলিশি প্রহরা।

বারামুলা জেলার সোপোরের ওই বাড়িটিতেই এখন উপচে পড়ছে ভিড়। অতিথিদের হাতে উপহার। আফজল-পুত্র গালিব গুরুকে অভিনন্দন জানাতেই এই ভিড়।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৮ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে গালিব। গত বছর নভেম্বরের শেষে হয়েছিল পরীক্ষা। বৃহস্পতিবার সেই পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। তার পর থেকেই আর ফুরসত পাচ্ছেন না আফজল পত্নী তবসুম। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছেলের গর্বে গর্বিত মা।

আরও পড়ুন:

সংস্কার করলেও নালিশ! অভিমানী মোদী

মোদীকে জেতাতে বগলাপুজোর আয়োজন লালকেল্লায়

জম্মু-কাশ্মীর বোর্ড অব স্কুল এডুকেশন (বিওএসই)-র আধিকারিকেরা জানিয়েছেন, ৫৫ হাজার ১৬৩ জন পড়ুয়া বোর্ডের পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৩৩ হাজার ৮৯৩ জন পাশ করেছে। সব মিলিয়ে পাশের হার ৬১.৪৪ শতাংশ। দশম শ্রেণির পরীক্ষাতেও ৯৫ শতাংশ নম্বর পেয়েছিল গালিব। গোটা রাজ্যে ১৯তম স্থান অধিকার করেছিল সে।

গালিবের লড়াইটা যে সহজ ছিল না সেটা বলাই বাহুল্য। ২০১৩ সালে সংসদ হামলার মূল ষড়যন্ত্রী আফজল গুরুর ফাঁসির সাজা হয়। তার পর থেকে নানা ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে বলে জানিয়েছে গালিব। তবে, আপাতত উচ্চশিক্ষার জন্যই প্রস্তুত হচ্ছে বছর সতেরোর এই কিশোর। ভবিষ্যতের স্বপ্ন এখন তার দু’চোখে।

Afzal Guru Galib Guru Education Examination আফজল গুরু গালিব গুরু
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy