Advertisement
১০ মে ২০২৪

জিতলে সরকার হবে অখিলেশ যাদবেরই নেতৃত্বে, ঘোষণা অবশেষে

যাঁকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা নিয়ে দ্বন্দ্ব, মুলায়ম সিংহের ভাই সেই শিবলাল যাদবই দলীয় বৈঠকে জানিয়ে দিলেন, জিতলে সরকার হবে অখিলেশ যাদবেরই নেতৃত্বে!

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০৩:০৪
Share: Save:

যাঁকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা নিয়ে দ্বন্দ্ব, মুলায়ম সিংহের ভাই সেই শিবপাল যাদবই দলীয় বৈঠকে জানিয়ে দিলেন, জিতলে সরকার হবে অখিলেশ যাদবেরই নেতৃত্বে!

অখিলেশ অনুগামীদের ক্ষোভ, মুলায়ম সিংহ যাদব ও অমর সিংহ শিবপালকে মুখ্যমন্ত্রী করতে চান। এবং সেই পথ খোলা রাখতেই মুলায়াম এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করছেন না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ অখিলেশ নিজেও নিজের পথ দেখার নীতি নিয়ে চলেছেন। জানিয়ে দিয়েছেন, ৫ নভেম্বর লখনউয়ে দলের রজতজয়ন্তী পালনের অনুষ্ঠানে থাকবেন না। তার দু’দিন আগেই বেরিয়ে পড়বেন ‘বিকাশ রথ যাত্রায়’। ফলে চাপ বাড়ছিল শিবপালদের উপরে। দলের প্রদেশ সভাপতি হিসেবে তিনি আজ তাঁর বাসভবনে বৈঠক ডাকেন। অখিলেশ যাননি। শিবপালের অনুরোধ সত্ত্বেও। বরং দলের জেলা ও নগর স্তরের নেতাদের সঙ্গে আলাদা ভাবে দেখা করেন অখিলেশ। ‘বিকাশ রথ যাত্রা’ নিয়ে কথা বলেন।’

এমন চাপের আবহে শিবপাল ঘোষণা করেন, ‘‘অখিলেশই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। দল জিতলে মুখ্যমন্ত্রী হবেন তিনি।’’ এই ঘোষণাতেই অবশ্য সমস্যা মিটছে না মুলায়মের সংসারে। দলে অনেকেই অমরকে বিজেপির চর মনে করেন। ভোটে টিকিট বিলির ভার শিবপালের হাতে। এই দু’জনের দাপট খর্ব না হলে কি শান্ত হবেন অখিলেশ, প্রশ্ন দলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Akhilesh Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE