Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National News

বকেয়া ২ বছরের আইটি রিটার্ন জমার শেষ দিন ৩১ মার্চ

এই নিয়ম চালু করার জন্য অর্থ আইনের ১৩৯(৪) নম্বর অনুচ্ছেদটি সংশোধন করা হয় ২০১৬ সালে। আর এ বারই প্রথম তা কার্যকর হতে চলেছে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ১৬:০০
Share: Save:

কর-আদায় ও আয়কর ফাঁকির পর এ বার চাকরিজীবীদের আয়কর রিটার্ন জমা নেওয়ার ব্যাপারেও কড়া হচ্ছে আয়কর দফতর।

আগের দু’টি অর্থবর্ষের (২০১৫-’১৬ এবং ২০১৬-’১৭) আয়কর রিটার্ন যদি এখনও পর্যন্ত জমা না করে থাকেন, তা হলে হাতে সময় আর মাত্র ৫ দিন। ৩১ মার্চের মধ্যেই আপনাকে গত দু’টি অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করে দিতে হবে।

এই নিয়ম চালু করার জন্য অর্থ আইনের ১৩৯(৪) নম্বর অনুচ্ছেদটি সংশোধন করা হয় ২০১৬ সালে। আর এ বারই প্রথম তা কার্যকর হতে চলেছে।

ওই সংশোধনীর ফলে বকেয়া আয়কর রিটার্ন এ বার অর্থবর্ষের শেষ দিনটি থেকে ১২ মাসের মধ্যে জমা করে দিতে হবে। আগে তা ২৪ মাসের মধ্যে জমা করলেও চলত।

আরও পড়ুন- মন ভোলাতে মিষ্টি কথা, টান টাকাতেই​

আরও পড়ুন- বাণিজ্য-যুদ্ধের উত্তাপ কমতেই চাঙ্গা বাজার​

আয়কর দফতরের এক পদস্থ কর্তার কথায়, ‘‘যে চাকরিজীবীদের বাৎসরিক বেতনের পরিমাণ আয়কর সীমার নীচে, তাঁদের আয়কর রিটার্নের ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। তবে যাঁদের বাৎসরিক বেতন আড়াই লক্ষ টাকার বেশি আর তাঁদের মধ্যে যাঁদের ধারণা, সংস্থার মালিকরাই মূল আয় থেকে রিটার্ন জমা করছেন, তাঁদের সেই ভুল ধারণা বদলাতে হবে। তাঁদের অবিলম্বে বকেয়া আয়কর রিটার্ন জমা করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE