Advertisement
৩০ এপ্রিল ২০২৪

রাওয়তকে ‘গুন্ডা’ বলে কংগ্রেসের নেতা চাপে

সন্দীপের কথার প্রতিবাদে আসরে নামে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘‘এই মন্তব্যের জন্য সনিয়া গাঁধীর ক্ষমা চাওয়া উচিত। যাঁরা দেশের সেনাকে অপমান করেন তেমন নেতাদের দলে রাখাই উচিত নয়। ৬০ বছর দেশ শাসন করেছে এমন দলের নেতারাই সেনার মনোবলে আঘাত করছেন।’’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০৪:০১
Share: Save:

সেনাপ্রধান বিপিন রাওয়তকে ‘গুন্ডার’ সঙ্গে তুলনা করে দলের অস্বস্তি বাড়ালেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। বিজেপির প্রবল সমালোচনার মুখে তাঁকে প্রকাশ্যেই ভৎর্সনা করেছেন খোদ রাহুল গাঁধী। তাতেও অবশ্য বিজেপি খুশি নয়।

কাশ্মীরি যুবক ফারুক আহমেদ দারকে সেনার জিপে বাঁধার ঘটনায় মেজর নিতিন গগৈয়ের পাশে দাঁড়িয়েছেন সেনাপ্রধান রাওয়ত। তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। এক সাক্ষাৎকারে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ বলেন, ‘‘আমাদের সেনা পাক সেনার মতো মাফিয়া নয়। তাই আমাদের সেনাপ্রধান গুন্ডার মতো কথা বললে খারাপ দেখায়।’’

সন্দীপের কথার প্রতিবাদে আসরে নামে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘‘এই মন্তব্যের জন্য সনিয়া গাঁধীর ক্ষমা চাওয়া উচিত। যাঁরা দেশের সেনাকে অপমান করেন তেমন নেতাদের দলে রাখাই উচিত নয়। ৬০ বছর দেশ শাসন করেছে এমন দলের নেতারাই সেনার মনোবলে আঘাত করছেন।’’

আরও পড়ুন: ‘রেকর্ড’ গড়েই অবসর নিলেন বিচারপতি কারনান

সমালোচনার ঝড়ে অস্বস্তিতে পড়ে কংগ্রেস। আজ রাহুল প্রকাশ্যেই বলেন, ‘‘সেনাপ্রধান দেশের সেনার শীর্ষ নেতা। তাঁকে নিয়ে কোনও রাজনৈতিক নেতার মন্তব্য করার প্রয়োজন নেই বলে আমি মনে করি।’’ দলীয় সূত্রে খবর, সন্দীপকে ভৎর্সনা করার নির্দেশ দেন রাহুল। পরে দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালাও বলেন, ‘‘এমন মন্তব্য দল সমর্থন করে না। সেটা সন্দীপকে জানিয়ে দেওয়া হয়েছে।’’ দলের ভৎর্সনার পরে
সন্দীপ এক বিবৃতিতে বলেন, ‘‘সেনাপ্রধানের কয়েক দিনের মন্তব্য ভারতীয় সেনার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমার মনে হয়েছিল। সেনাপ্রধানকে নিয়েই মন্তব্য করেছিলাম, গোটা বাহিনীকে নিয়ে নয়। তবে আমার মনে হয় ওই মন্তব্য করা ঠিক হয়নি। আমি ক্ষমা চাইছি।’’ বিজেপি অবশ্য এতে খুশি নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE