Advertisement
E-Paper

ট্রেন-প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষা করতে পারবে না আরপিএফ

আচমকাই খোলা দরজার দিক থেকে ভেসে এল একটা শব্দ। সেই দিকে দৌড়ে গেলেন মহিলাদলের কেউ কেউ। দেখলেন, কামরার এক যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পড়ে আছেন রেললাইনের উপরে।

সোমনাথ চক্রবর্তী

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪৯

মথুরা থেকে দ্রুত গতিতে ছুটে চলেছে হাওড়ামুখী চম্বল এক্সপ্রেস। হঠাৎই যাত্রীরা দেখলেন, কামরায় এগিয়ে আসছেন এক দল মহিলা। তাঁরা যাত্রী নন। কেননা এত ক্ষণ কামরায় দেখা যায়নি তাঁদের। কারা তাঁরা? প্রশ্ন আর জল্পনার চলছে পুরোদমে। নিশ্চিত ভাবে ব্যাপারটা বুঝে ওঠার আগেই মহিলাদলটি একে একে যাত্রীদের কাছে গিয়ে টিকিট দেখতে শুরু করে দিল। জল্পনায় জল ঢেলে অনেকেই টিকিট দেখাতে ব্যস্ত হয়ে পড়লেন।

আচমকাই খোলা দরজার দিক থেকে ভেসে এল একটা শব্দ। সেই দিকে দৌড়ে গেলেন মহিলাদলের কেউ কেউ। দেখলেন, কামরার এক যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পড়ে আছেন রেললাইনের উপরে।

সম্প্রতি রেলমন্ত্রীর দায়িত্ব নিয়ে ২৪ অগস্টের এই ঘটনার কথা জানতে পারেন পীযূষ গয়াল। ঠিক কী ঘটেছিল? রেল বোর্ডের কর্তারা মন্ত্রীকে জানান, ওই দিন টিকিট পরীক্ষার জন্য আরপিএফের মহিলা কর্মীর একটি দল সাদা পোশাকে চম্বল এক্সপ্রেসে উঠেছিল। বিনা টিকিটের ওই যাত্রী তাদের ভয়েই ট্রেন থেকে ঝাঁপ দেন। ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়।

সব শুনে মন্ত্রী নির্দেশ দেন, চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মে আর কখনও টিকিট পরীক্ষা করতে পারবে না আরপিএফ। রেলের যে-বিভাগের কর্মীরা টিকিট পরীক্ষার দায়িত্বে আছেন, শুধু তাঁরাই এই কাজ করবেন। আরপিএফ থাকবে তাঁদের সঙ্গে। সাদা পোশাকে নয়, বাহিনীর নিজস্ব পোশাক পরেই। মন্ত্রীর নির্দেশ রেলকর্তারা দেশের সব জোনে পাঠিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: মেট্রো শহরে ন্যূনতম জমা কমাল স্টেট ব্যাঙ্ক

একক ভাবে আরপিএফের টিকিট পরীক্ষা বন্ধের সঙ্গে সঙ্গে কারা বিনা টিকিটের যাত্রীদের গ্রেফতার করতে পারবেন, তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এক রেলকর্তা জানান, এখন থেকে আরপিএফের এএসআই-এর নীচের স্তরের কোনও কর্মী বিনা টিকিটের যাত্রীদের গ্রেফতার করতে পারবেন না। সেটা করতে পারবেন শুধু এএসআই বা তার উপরের পদমর্যাদার কোনও অফিসার।

এখানেই শেষ নয়। রেলমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখন প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোথায়, কী ঘটনা ঘটেছে— রেলের সংশ্লিষ্ট জোনের কন্ট্রোল রুমে তা বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে রেল বোর্ডের কাছে চলে যাচ্ছে তথ্য। বোর্ডের তরফে তা জানানো হচ্ছে রেলমন্ত্রীকে। বোর্ডের এক কর্তা জানান, এই ভাবেই চম্বল এক্সপ্রেসের ঘটনার কথা জানতে পারেন গয়াল। রেলের একাধিক অফিসার জানান, ট্রেনে টিকিট পরীক্ষা শুরু হলেই বিনা টিকিটের অনেক যাত্রী ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন। চলন্ত ট্রেন থেকে ঝাঁপও দেন অনেকে। যেমনটি ঘটেছে চম্বল এক্সপ্রেসে।

RPF Ticket Checking Train Accident Piyush Goyal Platform Running Train পীযূষ গয়াল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy