Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সোমবারই এমটিসিআর-এ আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হতে পারে ভারতের

পরমাণু এবং অত্যাধুনিক অস্ত্রের রফতানি নিয়ন্ত্রক সংস্থা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে (এমটিসিআর) আনু্ষ্ঠানিক ভাবে অন্তর্ভুক্ত হচ্ছে ভারত। ২৭ জুন অর্থাৎ সোমবারই ভারতের এই আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হতে পারে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০১:৩৪
Share: Save:

পরমাণু এবং অত্যাধুনিক অস্ত্রের রফতানি নিয়ন্ত্রক সংস্থা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে (এমটিসিআর) আনু্ষ্ঠানিক ভাবে অন্তর্ভুক্ত হচ্ছে ভারত। ২৭ জুন অর্থাৎ সোমবারই ভারতের এই আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হতে পারে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। ৩৪ দেশের এই সংগঠনে ভারতের অন্তর্ভুক্তি হলেই বিভিন্ন পরমাণু অস্ত্র এবং অত্যাধুনিক সমর সরঞ্জামের কেনাবেচার অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠবে ভারত।

পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি-তে অন্তর্ভুক্তি এ যাত্রায় হয়ে ওঠেনি। অধিকাংশ সদস্য দেশের সমর্থন থাকা সত্ত্বেও সোলের বৈঠকে চিনের তীব্র বাধায় ভারতের অন্তর্ভুক্তি আটকে গিয়েছে। কিন্তু গোটা বিশ্বে পরমাণু অস্ত্রশস্ত্র এবং অন্য গণবিধ্বংসী অস্ত্রের বাণিজ্য নিয়ন্ত্রণে রাখার জন্য যে সংগঠন রয়েছে, সেই এমটিসিআর-এর সদস্য হওয়ার দরজা ভারতের সামনে আগেই খুলে গিয়েছিল। ২০০৮ সাল থেকেই প্রক্রিয়া শুরু। কিন্তু বেশ কয়েকটি কারণে বিষয়টি আটকে ছিল। ২০১৫ সালে পুরোদমে ভারতের অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে এসে জানান, এমটিসিআর-এর সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা থাকা জরুরি, তার সবই ভারতের রয়েছে। তাই যত দ্রুত সম্ভব ভারতকে এমটিসিআর-এর অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। কিন্তু এনএসজি-র মতো এমটিসিআর-এও নতুন সদস্য নেওয়ার জন্য পুরনো সদস্যদের সবার সম্মতি প্রয়োজন হয়। সেখানেই ভারত আটকে যাচ্ছিল। ইতালি ভারতের সদস্যপদের বিরোধিতা শুরু করেছিল। দুই ইতালীয় নাবিকের গ্রেফতারি নিয়ে ভারত-ইতালি টানাপড়েনের জেরেই ওই সমস্যা তৈরি হয়। কিন্তু ইতালীয় নাবিকদের ভারত মুক্তি দেওয়ার পর সে সমস্যাও মিটে যায়।

নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আমেরিকা সফরের সময়েই সুখবর পৌঁছয় নয়াদিল্লিতে। ভারতকে নতুন সদস্য হিসেবে সংগঠনে নিতে ৩৪টি সদস্য দেশকেই চিঠি দিয়েছিল এমটিসিআর। আপত্তি থাকলে ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছিল। কোনও সদস্য দেশই আপত্তি না করায় ভারত নির্বিঘ্নে সংগঠনটির সদস্য হয়ে গিয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর আগামিকাল, সোমবার ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর আনুষ্ঠানিক ভাবে এমটিসিআর-এর অন্তর্ভুক্তি পত্রে স্বাক্ষর করবেন। সংগঠনের ‘চেয়ার ট্রয়িকা’র উপস্থিতিতে তিনি অন্তর্ভুক্তি পত্রে সই করবেন বলে জানা গিয়েছে। ‘চেয়ার ট্রয়িকা’র অর্থ হল সংগঠনের শীর্ষ পদে থাকা বর্তমান ব্যক্তি এবং তাঁর সঙ্গে পূর্ববর্তী প্রধান ও ভবিষ্যৎ প্রধান। বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিনিধি এমটিসিআর প্রধান। এর আগে ওই পদ ছিল ফ্রান্সের হাতে। আর নেদারল্যান্ডসের মেয়াদ শেষ হওয়ার পর ওই পদ যাবে লুক্সেমবুর্গের হাতে। তাই ওই তিন দেশের প্রতিনিধির উপস্থিতিতেই এস জয়শঙ্কর অন্তর্ভুক্তি পত্রে সই করবেন।

আরও পড়ুন: ভোট বড় বালাই! মুসলিম প্রশ্নে এ বার সুর নরম করলেন ট্রাম্প

এই অন্তর্ভুক্তির ফলে ভারত আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশের কাছ থেকে এমন কিছু অত্যাধুনিক সমর সরঞ্জাম কিনতে পারবে, যা এমটিসিআর সদস্যরা ছাড়া অন্য কোনও দেশের মধ্যে লেনদেন হয় না। ভারতের হাতেও এমন কিছু পরমাণু ক্ষেপণাস্ত্র রয়েছে, এমটিসিআর-এর সদস্য না হওয়ার কারণে যে সব ক্ষেপণাস্ত্র অন্যান্য দেশকে বিক্রি করতে পারে না ভারত। কারণ সংগঠনটির সদস্য না হতে পারলে এই ধরনের ব্যবসা করা অবৈধ হিসেবে ধরা হয়। সোমবার জয়শঙ্কর অন্তর্ভুক্তি পত্রে সই করলে, ভারতের সামনে থেকে ব্রহ্মস-সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র বিক্রি করার বাধাও সরে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India MTCR Official Inclusion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE