Advertisement
৩০ এপ্রিল ২০২৪
National News

সুপ্রিম কোর্টের ৮ বিচারপতিকে কারাদণ্ড দিলেন কারনান!

বেনজির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ মোট ৮ বিচারপতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় কলকাতা হাইকোর্টের এই বিচারপতির বিরুদ্ধে আগেই আদালত অবমাননার অভিযোগ উঠেছে।

বেনজির ‘রায়’ ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিএস কারনান। —ফাইল চিত্র।

বেনজির ‘রায়’ ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিএস কারনান। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ২৩:৫৯
Share: Save:

বেনজির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ মোট ৮ বিচারপতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় কলকাতা হাইকোর্টের এই বিচারপতির বিরুদ্ধে আগেই আদালত অবমাননার অভিযোগ উঠেছে। কিন্তু সে সব অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বিচারপতি কারনান পাল্টা পদক্ষেপ করলেন। দেশের প্রধান বিচারপতি-সহ মোট ৮ বিচারপতির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করে দিলেন। তফসিলি জাতি/উপজাতিদের উপর অত্যাচার প্রতিরোধ আইনের আওতায় তিনি সুপ্রিম কোর্টের ওই বিচারপতিদের কারাদণ্ড দিয়ে দিলেন।

আরও পড়ুন:কপিল মিশ্রকে দল থেকেই তাড়িয়ে দিলেন কেজরী

যে ৮ বিচারপতির বিরুদ্ধে বিচারপতি কারনান রায় দিয়েছেন, তাঁরা হলেন প্রধান বিচারপতি জেএস খেহর, বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ, বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি আর ভানুমতী। এঁদের মধ্যে বিচারপতি ভানুমতী বাদে বাকি ৭ জন বিচারপতি একই বেঞ্চের সদস্য। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সেই ৭ সদস্যের বেঞ্চই বিচারপতি কারনানকে বিচার এবং প্রশাসনিক কাজকর্ম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল। সেই থেকেই বিচারপতি কারনান সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্ঘাতের পথে হাঁটতে শুরু করেছেন। সুপ্রিম কোর্টের দেওয়া একের পর এক নির্দেশ তিনি খারিজ করছেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল। সে নির্দেশও বিচারপতি কারনান অগ্রাহ্য করেছেন। নিজেই অভিযোগ তুলে জানিয়েছেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এবং বিচারপতি আর ভানুমতী তাঁকে কাজ করতে দিচ্ছেন না। তফসিলি জাতি / উপজাতিদের উপর অত্যাচার রোখার জন্য দেশে যে আইন রয়েছে, সেই আইনের আওতায় বিচারপতি কারনান সুপ্রিম কোর্টের এই ৮ বিচারপতিকে দোষী ঘোষণা করে দিয়েছেন। ৫ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করার জন্য এই ৮ বিচারপতিকে জেলে পাঠানো হোক, সোমবার তিনি এমন এক নজিরবিহীন রায়ই ঘোষণা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Justice CS Karnan Supreeme Court Kolkata High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE