Advertisement
০২ মে ২০২৪
Nationala News

‘ময়ূর বিচারপতি’কে নিয়ে দেশ-বিদেশে হাসির ঢেউ

‘ময়ূর বিচারপতি’কে নিয়ে ব্যঙ্গে-কটাক্ষে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। টুইটারে অহরহ ভেসে উঠছে একের পর এক মন্তব্য।

দেশ-বিদেশের নানা ব্যক্তির চর্চায়-ব্যঙ্গে এখন প্রাক্তন বিচারপতি মহেশচন্দ্র শর্মা (ইনসেটে)। ছবি: সংগৃহীত।

দেশ-বিদেশের নানা ব্যক্তির চর্চায়-ব্যঙ্গে এখন প্রাক্তন বিচারপতি মহেশচন্দ্র শর্মা (ইনসেটে)। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ২১:৫৪
Share: Save:

রাজস্থান হাইকোর্টের বিচারপতি হিসাবে তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। তবে বুধবার অবসরের প্রথম দিনেই নিজের নামের সঙ্গে আরও একটি তকমা জুড়ে গিয়েছে প্রাক্তন বিচারপতি মহেশচন্দ্র শর্মার। ‘ময়ূর বিচারপতি’! সৌজন্যে: সোশ্যাল মিডিয়া। দেশ-বিদেশের নানা ব্যক্তির চর্চায়-ব্যঙ্গে এখন প্রাক্তন বিচারপতি মহেশচন্দ্র শর্মা।

জাতীয় পাখির মহিমা বর্ণনা করতে গিয়ে যে তত্ত্ব খাড়া করেছিলেন বিচারপতি শর্মা এ নাকি তারই ফল। তিনি বলেছেন, ‘‘ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। এবং ময়ূরের অশ্রুতেই ময়ূরীর সঙ্গে তার মিলন ঘটে। তাতেই ময়ূরীর সন্তান হয়!” এই ব্যাখার স্বপক্ষে তাঁর দাবি, ব্রহ্মপুরাণের পাতাতেই এই যুক্তি রয়েছে। এর পরেই হাস্যরসের কেন্দ্র হয়ে ওঠেন প্রাক্তন বিচারপতি শর্মা। এ দিন সোশ্যাল মিডিয়া তো বটেই, বিভিন্ন সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রেও ছিলেন তিনি।

আরও পড়ুন

লোকে হাসুক, হাল ছাড়ছেন না এই ‘ময়ূর বিচারপতি’

& 😷 (_)

(_)

‘ময়ূর বিচারপতি’কে নিয়ে ব্যঙ্গেকটাক্ষে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। টুইটারে অহরহ ভেসে উঠছে একের পর এক মন্তব্য। মুম্বইয়ের বাসিন্দা আকিল খানের কটাক্ষ “প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি ব্রহ্মচারী হতে পারেন তবে আমাদের জাতীয় পাখি ময়ূরেরও ব্রহ্মচারী হওয়া উচিত।” অনেকে আবার গোটা বিতর্কে টেনে এনেছেন বলিউড তারকা চিরকুমার সলমন খানের নামও। বেঙ্গালুরুর এক কৌতুকশিল্পী প্রবীণের টুইট “তা হলে এটা প্রমাণিত সলমন খান আসলে এক জন ময়ূর।” এই আবহে প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গলের কান্নারত মুখের তুলনাও চলে আসে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বাসিন্দা রোহিত চোপড়ার কটাক্ষ “এ কে হাঙ্গল ময়ূর হলে বাপুর (মহাত্মা গাঁধী) পরিবর্তে তাঁকেই জাতির জনক বলা হত। (_)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE