Advertisement
০৫ মে ২০২৪
JD(U)

জেডি (ইউ)-বিজেপি রফা চূড়ান্ত, কাল বিকেলে শপথ নেবেন নীতীশ

নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হতে পারেন রাজ্য বিজেপি প্রধান সুশীল মোদী। নীতীশের নতুন মন্ত্রিসভায় বিজেপির ১৩ জন বিধায়ক থাকতে পারেন।

কাল শপথ নীতীশের। উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী।— ফাইল ছবি।

কাল শপথ নীতীশের। উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী।— ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ২৩:১৯
Share: Save:

পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই শপথ।

বিজেপিকে সঙ্গে নিয়ে বিহারে নতুন সরকার গড়তে চলেছেন নীতীশ কুমার। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ। বুধবার রাতে নীতীশ কুমারের বাড়িতে বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এ দিন লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তুলে মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করার পরই দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন নীতীশ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়করাও।

সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হতে পারেন রাজ্য বিজেপি প্রধান সুশীল মোদী। নীতীশের নতুন মন্ত্রিসভায় বিজেপির ১৩ জন বিধায়ক থাকতে পারেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: নীতীশকে অভিনন্দন মোদীর, সঙ্গে আসার ডাক

এ দিন মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী বিহারে জেডি (ইউ)-বিজেপি সরকার গঠনের প্রস্তাব বেশ স্পষ্ট করেই দিয়ে দেন। এর পরই রাত ৯টা নাগাদ সুশীল মোদী জানিয়ে দেন, নীতীশ কুমারকে সমর্থন করতে প্রস্তুত বিজেপি। নীতীশকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে বলেও সুশীল মোদী জানান। এর পরই নীতীশের বাড়িতে বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রাতেই নীতীশ কুমার এবং সুশীল মোদী সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE