Advertisement
০৫ মে ২০২৪
তুরা উপ-নির্বাচন

প্রয়াত সাংমার ছায়ার সঙ্গেই লড়াই কংগ্রেসের

সৌজন্য ও শোকের পালা শেষ। এ বার মেঘালয়ের তুরা লোকসভা আসনের উপ-নির্বাচনে ফের সম্মুখ সমরে দুই সাংমা পরিবার। পূর্ণ সাংমা নেই, কিন্তু তুরায় বংশানুক্রমিক অধিকার বজায় রাখতে প্রার্থী হচ্ছেন তাঁরই কনিষ্ঠ পুত্র কনরাড সাংমা।

রাজীবাক্ষ রক্ষিত
গুয়াহাটি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০৩:১১
Share: Save:

সৌজন্য ও শোকের পালা শেষ। এ বার মেঘালয়ের তুরা লোকসভা আসনের উপ-নির্বাচনে ফের সম্মুখ সমরে দুই সাংমা পরিবার। পূর্ণ সাংমা নেই, কিন্তু তুরায় বংশানুক্রমিক অধিকার বজায় রাখতে প্রার্থী হচ্ছেন তাঁরই কনিষ্ঠ পুত্র কনরাড সাংমা। অন্য দিকে, গারো পাহাড়ের আর এক গুরুত্বপূর্ণ সাংমা-পরিবারও পূর্ণ সাংমার মৃত্যুর সুযোগে তুরা দখলে নেমেছে। কনরাডের বিরুদ্ধে প্রার্থী হতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার স্ত্রী তথা মহেন্দ্রগঞ্জের বর্তমান বিধায়ক ডিকাঞ্চি ডি শিরা।

গারো পাহাড়ের রাজা বলে পরিচিত পূর্ণ ‘দশ বার’ তুরা থেকে সাংসদ হয়ে কিংবদন্তীতে পরিণত হয়েছিলেন। মার্চ মাসে তাঁর মৃত্যুর পরে একাধিকবার কান্নায় ভেঙে পড়েছিলেন কংগ্রেসি মুখ্যমন্ত্রী তথা গারো পাহাড়ের অপর তাবড় নেতা মুকুল সাংমা। জানিয়েছিলেন, পূর্ণকে দেখেই তাঁর রাজনীতিতে আসা। তাঁদের বাড়িতে ছিল পূর্ণ সাংমার নিয়মিত যাতায়াত। কিন্তু রাজনীতি বড় বালাই! তাই পূর্ণ সাংমার অনুপস্থিতিতে গারো পাহাড় নিয়ন্ত্রণের লড়াইয়ে নেমে পড়েছেন মুকুল সাংমা। বিনা যুদ্ধে তুরা তুলে দিতে রাজি নন তিনি।

তুরায় বাবার ‘পরম্পরা’ ধরে রাখতে জন্য কনরাডের হয়ে প্রচারে নামছেন দাদা তথা বিধায়ক জেমস সাংমা ও বোন তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আগাথা সাংমা। গত কাল সন্ধ্যায় পূর্ণর ওয়ালবাকগ্রের বাড়িতে তাঁর স্ত্রী সোরাডিনি কোঙ্কাল সাংমা প্রার্থী হিসেবে ছোট ছেলের নাম ঘোষণা করেন। ১৬ মে’র উপ-নির্বাচনের জন্য কনরাড উত্তর গারো পাহাড়ের আডোকগ্রে গ্রাম থেকেই তাঁর প্রচার শুরু করবেন। তাঁর কথায়, ‘‘ওই গ্রাম থেকেই বাবার যাত্রা শুরু হয়েছিল। তাই বাবার পথ ধরেই লড়াই শুরু করব।’’

গারো পাহাড়ের ২৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেসের হাতে আছে ১৪টি আসন। বিধানসভায় অন্য পাঁচ নির্দল বিধায়কও কংগ্রেসকেই সমর্থন করেছেন। কিন্তু গত বছর হওয়া জেলা পরিষদের ভোটে ২৯টির মধ্যে ১০টি আসন জিতেছে এনপিপি। এমনিতে খাতায়-কলমে কংগ্রেস এগিয়ে থাকলেও যেহেতু যুদ্ধ-ক্ষেত্রের নাম ‘তুরা’ সে কারণেই চিন্তায় কংগ্রেস। কারণ মুকুল সাংমাও ভাল করেই জানেন, শেষ পর্যন্ত কনরাড নয়, কংগ্রেসকে লড়তে হবে প্রয়াত পূর্ণ সাংমার ছায়ার সঙ্গেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P. A. Sangma Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE