Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জোর করে চুমু, আবার অভিযোগ পচৌরির নামে

যৌন হেনস্থায় অভিযুক্ত পরিবেশবিদ রাজেন্দ্র পচৌরিকে দু’দিন আগে নতুন পদ তৈরি করে এগজিকিউটিভ ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল শক্তি ও সম্পদ প্রতিষ্ঠান (টেরি)। তা নিয়ে বিতর্ক থামার আগেই নতুন ফাঁপরে পড়লেন তিনি। আজ পচৌরির বিরুদ্ধে ফের যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন আরও এক মহিলা।

রাজেন্দ্র পচৌরি

রাজেন্দ্র পচৌরি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪৪
Share: Save:

যৌন হেনস্থায় অভিযুক্ত পরিবেশবিদ রাজেন্দ্র পচৌরিকে দু’দিন আগে নতুন পদ তৈরি করে এগজিকিউটিভ ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল শক্তি ও সম্পদ প্রতিষ্ঠান (টেরি)। তা নিয়ে বিতর্ক থামার আগেই নতুন ফাঁপরে পড়লেন তিনি। আজ পচৌরির বিরুদ্ধে ফের যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন আরও এক মহিলা। টেরির প্রাক্তন ওই কর্মী বুধবার একটি চিঠি প্রকাশ করার পরই বিষয়টি সামনে আসে। সেখানে তিনি লিখেছেন— ‘‘নানা ভাবে হেনস্থা করা তো চলছিলই। এক বার এক অনুষ্ঠানে জড়িয়ে ধরে একে বারে মুখে চুমু খেয়ে বসেন প্রৌঢ় এই বিজ্ঞানী।’’ মহিলার আরও দাবি, গত ফেব্রুয়ারি মাস থেকে পুলিশে এ নিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করে লাভ হয়নি। এমনকী টেরির মানব সম্পদ বিভাগে প্রভাব খাটিয়ে পচৌরি গোটা বিষয়টি ধামাচাপা দিয়ে দেন বলেও অভিযোগ তাঁর।

ফের যৌন হেনস্থায় নাম জড়ানোর পাশাপাশি পচৌরির জন্য নয়া সমস্যা তৈরি করেছেন এই প্রতিষ্ঠানের পড়ুয়ারাও। আগামী মার্চে টেরির সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা। তার আগে সদ্য নিযুক্ত এগজিকিউটিভ ভাইস-চেয়ারম্যানের হাত থেকে ডিগ্রি নেবেন না বলে বেঁকে বসেছেন সেখানকার ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়কে নিজেদের সিদ্ধান্ত লিখে জানাবেন তাঁরা। তার আগে এক খোলা চিঠিতে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

গত বছর ফেব্রুয়ারি মাসে বিশিষ্ট পরিবেশবিদ রাজেন্দ্র পচৌরির বিরুদ্ধে শ্লীলতাহানি, পিছু নেওয়া ও যৌন হেনস্থার অভিযোগ করেন তাঁর এক মহিলা সহকর্মী। এর জেরে টেরি-র ডিরেক্টর জেনারেলের পদ খোয়াতে হয় তাঁকে। রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক কমিটির প্রধানের পদ থেকেও সরে দাঁড়ান ৭৪ বছরের এই বিজ্ঞানী। তবে তাঁর বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকার সময়ই আগাম জামিন পান পচৌরি। গত জুলাইয়ে হাইকোর্টের অনুমতিতে ফের টেরিতে নিজের ছেড়ে যাওয়া পদে ফেরত আসেন তিনি। তার পর থেকেই নানা ভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে রাজেন্দ্র পচৌরির বিরুদ্ধে।

এর মধ্যেই গত সোমবার এগজিকিউটিভ ভাইস-চেয়ারম্যান নিয়োগ করা হয় পচৌরিকে। যাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাঁকে কী ভাবে প্রতিষ্ঠানের মাথায় বসানো হল— গত কালই সেই প্রশ্ন তুলেছিলেন নিগৃহীতা। এমন ‘সীমাহীন লজ্জা’-র ঘটনায় তিনি আতঙ্কিত বলেও লিখেছেন এক খোলা চিঠিতে।

এত কাণ্ডের পর টেরি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেও পচৌরির নিয়োগ মেনে নিতে পারছেন না সেখানকার বহু কর্মী ও প্রাক্তনীই। আজ এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘‘এ ভাবে পচৌরির হাতে সমস্ত ক্ষমতা দেওয়ার অর্থ চাকরি ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যাঁরা রুখে দাঁড়িয়েছেন, তাঁদের গালে সপাটে এক চড় মারা।’’ পচৌরির বিরুদ্ধে এই স্বর আরও জোরালো হয়েছে আজ দ্বিতীয় অভিযোগটি সামনে আসায়। ২০০৩ সালে টেরিতে কাজে যোগ দিয়েছিলেন এই মহিলা। অভিযোগ, বছর খানেকের মধ্যেই অভিজ্ঞতা হয় ভয়াবহ। এক চিঠিতে তিনি লিখেছেন, মৌখিক ও শারীরিক নিগ্রহের শিকার তো হতে হয়েছিলই। সেখানকার অন্য মহিলা কর্মীদেরও কী ভাবে হেনস্থা করতেন বিশিষ্ট এই মানুষটি, নিজের চোখে দেখেছেন সে সব। তাঁর দাবি, এক অনুষ্ঠানে তাঁকে জোর করে জড়িয়ে ধরে চুমু খান পচৌরি। এ সবের জেরে শেষে সংস্থা ছেড়ে দেন তিনি। কিন্তু পদত্যাগপত্র দেওয়ার সময়ও ভয় দেখানো হয় তাঁকে। দ্বিতীয় অভিযোগকারিণীর কথায়, পুলিশ বা কর্তৃপক্ষ— পাশে পাননি কাউকেই।

হাইকোর্টে পচৌরি আজ দাবি করেন, নয়া দায়িত্বভার দেওয়ার পরই ইচ্ছে করে এ সব বিতর্ক খুঁচিয়ে তোলা হচ্ছে। তবে এক দিকে নতুন পদে নিয়োগ নিয়ে আপত্তি, তার উপর ফের যৌন হেনস্থার অভিযোগ— সব মিলিয়ে অনেকটাই কোণঠাসা পরিবেশবিদ পচৌরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RKPachauri TERI sexualharassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE