Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

পিএনবি-কাণ্ডে কী করছিলেন ব্যাঙ্ক কর্তারা, প্রশ্ন জেটলির

এমন কেলেঙ্কারির ঘটনা যাতে আরও না ঘটে তার জন্য ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির পরিচালকদের আরও কঠোর হওয়ার প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন জেটলি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি- সংগৃহীত।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৬
Share: Save:

মন্ত্রী, রাজনীতিকদের কাঁধ থেকে পিএনবি কেলেঙ্কারির দায় ঝেড়ে ফেলতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির পরিচালন ব্যবস্থাকেই ফের শূলে চড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

দিল্লিতে শনিবার ‘ইকনমিক টাইমস গ্লোবাল বিজনেস সামিট ২০১৮’ শীর্ষক এক আলোচনাসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ঋণদাতা ও গ্রহীতাদের মধ্যে কোনও অনৈতিক, অস্বচ্ছ সম্পর্ক থাকলে চলবে না। এই শিল্পে স্বচ্ছতার প্রয়োজন।’’

এমন কেলেঙ্কারির ঘটনা যাতে আরও না ঘটে তার জন্য ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির পরিচালকদের আরও কঠোর হওয়ার প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন জেটলি।

তাঁর কথায়: ‘‘এ ব্যাপারে পরিচালকদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরাই যাবতীয় লেনদেনের নিয়মনীতি ঠিক করেন। তাই তাঁদের নিরপেক্ষ হতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, ভারতে গাফিলতির দায় কখনও ব্যাঙ্কের পরিচালকদের ঘাড়ে বর্তায় না। সব দায় চাপে রাজনীতিকদের উপর।’’

কংগ্রেস নেতা কপিল সিব্বল অবশ্য মনে করছেন, এ কথা বলে সরকার দায় এড়িয়ে যেতে চাইছে।

সিব্বলের প্রশ্ন, ‘‘শুধুই পরিচালকদের (ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান) ঘাড়ে দায় চাপানো হচ্ছে কেন? এ ব্যাপারে কি রাজনৈতিক ব্যবস্থার কোনও দায়দায়িত্ব নেই? অর্থ মন্ত্রক কেন কোনও খবরাখবর রাখল না। এই ব্যাঙ্কগুলিতে সরকারের নমিনিরা কী করছিলেন? এগুলির তো তদন্ত হওয়া উচিত।’’

আরও পড়ুন- চাকরি খুঁজে নিন, কর্মচারীদের বলে দিলেন মেহুল​

আরও পড়ুন- অন্যদের ঘাড়ে দায় চাপালেন ‘চৌকিদার’!​

ক্ষমতা থাকা সত্ত্বেও দেশের বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে যে ব্যাঙ্ক ঋণ না মেটানোর প্রবণতা উত্তরোত্তর বাড়ছে, সে সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

জেটলি বলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ না মেটানোর ঘটনা উত্তরোত্তর বাড়ছে দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিতে। এটা ব্যাঙ্কগুলির আর্থিক দুর্নীতির চেয়েও বড় কেলেঙ্কারি। ব্যাঙ্ক ব্যবসার ব্যর্থতার চেয়েও বড় ঘটনা।

কেন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের ঘাড়েই দায় চাপাচ্ছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ‘‘ব্যাঙ্কের বিভিন্ন শাখা আর বিভিন্ন স্তরে যদি এমন অস্বচ্ছতা চলতে থাকে আর তার উপর নজরদারির জন্য অডিট ব্যবস্থা যদি ততটা কার্যকরী না হয়, তা হলে তো সেটা খুবই উদ্বেগের কারণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE