Advertisement
০৪ মে ২০২৪

টুকরো খবর

পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢোকা দলমার ৭০টি হাতির দল জয়পুর জঙ্গলে ঢুকে দু’দলে ভাগ হয়ে গিয়েছে। দু’দিনের বাচ্চা-সহ একটি হাতির দল থেকে গিয়েছে জয়পুরের কোসির জঙ্গলে।

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৪ ০২:২১
Share: Save:

দ্বারকেশ্বরের দুই পাড়েই হাতি

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢোকা দলমার ৭০টি হাতির দল জয়পুর জঙ্গলে ঢুকে দু’দলে ভাগ হয়ে গিয়েছে। দু’দিনের বাচ্চা-সহ একটি হাতির দল থেকে গিয়েছে জয়পুরের কোসির জঙ্গলে। ওই দলের কিছু হাতি বুধবার রাতেই দ্বারকেশ্বর নদ পেরিয়ে রাধানগর জঙ্গল দিয়ে পাত্রসায়রের জঙ্গলে ঢুকেছে। জয়পুরের রেঞ্জ অফিসার মনোজ যশ বলেন, “সঙ্গে দু’দিনের বাচ্চা থাকায় কিছু হাতি দ্বারকেশ্বর পার হতে পারেনি। কিছু হাতি রাতেই রাধানগর জঙ্গলের দিকে গিয়েছে। আমরা বাচ্চা-সহ হাতির দলটির দিকে নজর রাখছি।” উল্লেখ, সম্প্রতি পশ্চিম মেদিনীপুর থেকে আসার পথে হাতির দলের একটি শিশু হাতি মারা যায়। রাধানগর রেঞ্জের আধিকারিক অলোক আচার্য বলেন, “রাধানগরে ঢুকেই দলমার কিছু হাতি পাত্রসায়রের বীরসিংহপুর জঙ্গলে ঢুকেছে। পথে হিংজুড়ি এলাকায় চাষের জমিতে কিছু ক্ষতি করেছে।” জয়পুরের মাচানতলা বিটের বসনিপাড়া গ্রামে হাতির দলের তাণ্ডবে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী।

চা বাগানে হাতির তাণ্ডব, জখম বৃদ্ধা

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

দেওয়াল ভেঙে চা বাগানের কারখানায় ঢুকে তাণ্ডব চালাল বুনো হাতি। বুধবার রাতে মেচপাড়া চা বাগান ও নিমতি দোমহনী এলাকায় হাতির তাণ্ডবে পাঁচটি ঘর ভেঙেছে। নিমতিতে রান্নাঘর থেকে চাল, ডাল, সব্জি খেয়ে নেয় হাতি। নিমতির রেঞ্জ অফিসার ভবেন ঋষি জানান, হাতির হানায় সরোজিনী বর্মন নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। তাঁকে আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে, রাত আড়াইটে নাগাদ একটি মাকনা হাতি মেচপাড়া চা বাগানে হানা দিয়ে দু’টি শ্রমিক আবাসন ভেঙে দেয় বলে জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা এ দিন ওই বাগান থেকেই একটি ৮ ফুট লম্বা ময়াল উদ্ধার করে গুদামডাবরি জঙ্গলে ছেড়ে দেয় বন দফতর।

শব্দবিহীন সপ্তাহে অনুষ্ঠান আরামবাগে

শব্দবিহীন সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আরামবাগ ব্লক প্রশাসনের প্রেক্ষাগৃহে বুধবার একটি সচেতনতা সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামিল হয় ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। জেলা প্রশাসন এবং জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সংক্রান্ত বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতা, বিতর্ক, স্লোগান লেখা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে ছাত্রছাত্রীদের নিয়ে একটি ট্যাবলো-সহযোগে পদযাত্রাও হয় আরামবাগ শহরে। রাজ্য জুড়ে শব্দবিহীন সপ্তাহ পালন শুরু হয়েছে গত ২৫ অগস্ট, চলবে ৩১ অগস্ট পর্যন্ত।

সংঘর্ষে হত

বানভাসি কাজিরাঙায় গন্ডার শিকার করতে ঢুকেছিল চোরাশিকারিরা। বনরক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ওই দলের দু’জনের। কাজিরাঙা কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে বুড়াপাহাড় রেঞ্জের কুকরাকাটা পাহাড়ের রাঙলি বনশিবিরের কাছে কয়েক জন শিকারিকে দেখতে পান রক্ষীরা। বন্যা-কবলিত কাজিরাঙায় গন্ডাররা উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। সহজে শিকারের ছক ছিল ওই দুষ্কৃতীদের। কিন্তু বনরক্ষীরা তাদের ঘিরে ধরেন। দু’পক্ষে সংঘর্ষ হয়। আজ ভোরে ঘটনাস্থল থেকে দু’জন শিকারির দেহ উদ্ধার করা হয়। মিলেছে দু’টি রাইফেল। কাজিরাঙার ১০৫টি বনশিবিরে বন্যার জল ঢুকেছে। ওই অরণ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই একটি গন্ডার, একটি হাতি এবং চারটি হরিণ মারা গিয়েছে।

হনুমান সংরক্ষণ

গন্ডারের পাশাপাশি এ বার সোনালি হনুমান, বারাশিঙা এবং এশিয়ার বুনো মোষের প্রজনন প্রকল্প হাতে নিচ্ছে গুয়াহাটি চিড়িয়াখানা। বর্তমানে কানপুর, দিল্লি ও পটনা চিড়িয়াখানার সঙ্গে যৌথ উদ্যোগে গন্ডার সংরক্ষণ চলছে গুয়াহাটি চিড়িয়াখানায়। চারটি চিড়িয়াখানায় ১০ বছরের মধ্যে ১০০টি গন্ডার সংরক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সে জন্য জঙ্গল থেকে গন্ডার ধরতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় বন মন্ত্রকের অনুমতি চাইবে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE