Advertisement
০৭ মে ২০২৪

নজির! ২০টা উপগ্রহ নিয়ে মহাকাশে গেল ইসরোর রকেট

সফল উৎক্ষেপণ হল ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ বা ‘পিএসএলভি-সি৩৪’-এর। সঙ্গে নিয়ে গেল মোট ২০টি কৃত্রিম উপগ্রহ। মহাকাশে পাঠানো হল ভূ-পর্যবেক্ষণের জন্য একেবারে দেশীয় প্রযুক্তিতে বানানো ভারতীয় মহাকাশযান ‘কার্টোস্যাট-২’ও। ভারতের মহাকাশ বিজ্ঞান-চর্চার ইতিহাসে যা একটি নজির।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে গেল ইসরোর ‘পিএসএলভি-সি-৩৪’ রকেট। বুধবার। ছবি-পিটিআই।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে গেল ইসরোর ‘পিএসএলভি-সি-৩৪’ রকেট। বুধবার। ছবি-পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ২১:১৭
Share: Save:

সফল উৎক্ষেপণ হল ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ বা ‘পিএসএলভি-সি৩৪’-এর। সঙ্গে নিয়ে গেল মোট ২০টি কৃত্রিম উপগ্রহ। মহাকাশে পাঠানো হল ভূ-পর্যবেক্ষণের জন্য একেবারে দেশীয় প্রযুক্তিতে বানানো ভারতীয় মহাকাশযান ‘কার্টোস্যাট-২’ও। ভারতের মহাকাশ বিজ্ঞান-চর্চার ইতিহাসে যা একটি নজির।

বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সকাল ৯টা’র কিছু পরেই উৎক্ষেপণ করা হল ইসরোর ‘পিএসএলভি-সি-৩৪’ রকেট। ২৬ মিনিটের মধ্যেই তা পৌঁছে গেল মহাকাশে। এর আগে ২০০৮ সালে একই সঙ্গে মোট ১০টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছিল ইসরোর রকেট। তবে এ ব্যাপারে ‘বিশ্ব রেকর্ড’টি এখনও রয়েছে রাশিয়ার দখলে। ২০১৪ সালে রাশিয়া একই সঙ্গে ৩৭টি উপগ্রহ পাঠিয়েছিল মহাকাশে।

ইসরো সূত্রে জানানো হয়েছে, বুধবার উৎক্ষেপণের সময় ‘পিএসএলভি-সি-৩৪’-এর মোট ওজন ছিল ৫৬০ কেজি। তবে তার সঙ্গে মহাকাশযান ‘কার্টোস্যাট-২’-এর ওজন যোগ করলে মোট ওজন হয়েছে ১,২৮৮ কেজি। ওই ওজন নিয়ে ‘পিএসএলভি-সি-৩৪’ পৌঁছে গেল পৃথিবীর মেরু-ঘেঁষা ৫০৫ কিলোমিটার ওপরের কক্ষপথে। যার নাম- ‘সান সিনক্রোনাস অরবিট’ (এসএসও)। মোট যে ২০টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দিল ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’, তার মধ্যে রয়েছে আরও ৪টি দেশের উপগ্রহ। আমেরিকা, জার্মানি, কানাডা ও ইন্দোনেশিয়ার।

আরও পড়ুন- নজির! ১৯টা উপগ্রহ নিয়ে বুধবার মহাকাশে যাচ্ছে ইসরোর রকেট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISRO launches PSLV-C34 with 20 Satelites
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE