Advertisement
১৭ মে ২০২৪
Nilanshi Patel

ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা কেশ! ‘গুজরাতের রাপুনজ়েল’-এর সেই চুল রাখা রয়েছে বিদেশের সংগ্রহশালায়

ভারতের এই তরুণী যেন বাস্তবের রাপুনজ়েল। একঢাল লম্বা চুল। কাঁধ ছাপিয়ে কোমর টপকে পা ছুঁয়ে যায় চুল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
আমদাবাদ শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৭
Share: Save:
০১ ১৬
Photo of Nilanshi Patel

তিনি বাস্তবের ‘কেশবতী রাজকন্যা’। রূপকথার গল্পের রাপুনজ়েলকে মনে আছে? তাঁর লম্বা কেশ আলাদা করে নজর কেড়েছিল। ভারতের এই তরুণী যেন বাস্তবের রাপুনজ়েল। একঢাল লম্বা চুল। কাঁধ ছাপিয়ে কোমর টপকে পা ছুঁয়ে যায় চুল। এমন কেশ তো নারীদের স্বপ্ন। তবে এত লম্বা চুল পাওয়া চাট্টিখানি কথা নয়। আর সেটাই করে দেখিয়ে তাক লাগিয়েছেন গুজরাতের নীলাংশী প্যাটেলে।

ছবি: সংগৃহীত।

০২ ১৬
Photo of Nilanshi Patel

ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা চুল ছিল নীলাংশীর। ছিল মানে এখন আর নেই। সেই কেশ স্বেচ্ছায় কেটে ফেলেছেন ওই তরুণী। সেই কাহিনি না হয় একটু বাদেই বলা যাক। বরং, লম্বা চুলের জন্য তিনি কী ভাবে নজির গড়লেন, সেই গল্পই আগে তুলে ধরা হল।

ছবি: সংগৃহীত।

০৩ ১৬
Photo of Nilanshi Patel

তখন নীলাংশীর মাত্র ছ’বছর বয়স। সেই সময় থেকেই তাঁর লম্বা কেশ সকলের দৃষ্টি আকর্ষণ করত। এ জন্য ছোট্ট নীলাংশীকে অনেক কষ্টও করতে হয়েছে।

ছবি: সংগৃহীত।

০৪ ১৬
Photo of Nilanshi Patel

লম্বা চুলের পরিচর্যা করা তো মুখের কথা নয়! অনেক যত্নআত্তি করতে হয়। আর সেখানে শিশু নীলাংশীকে চুলের জন্য অনেক কষ্টই করতে হয়েছে।

ছবি: সংগৃহীত।

০৫ ১৬
Photo of Nilanshi Patel

চুলের বাহারের জন্যই আর চার-পাঁচটা শিশুর থেকে একেবারে আলাদা করে নজর কেড়েছিলেন নীলাংশী। সকলেই তাঁর চুল থেকে হাঁ হয়ে যেতেন।

ছবি: সংগৃহীত।

০৬ ১৬
Photo of Nilanshi Patel

কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। লম্বা কেশের পরিচর্যা করেছিলেন বলেই তো বিশ্বে নজির গড়তে পারলেন নীলাংশী। চুলের জন্য ১৮ বছর বয়সে গিনেস ওয়ার্ল্ডে নজির করেন এই ভারতীয় কন্যা।

ছবি: সংগৃহীত।

০৭ ১৬
Photo of Nilanshi Patel

এত লম্বা চুলের পরিচর্যা কী ভাবে করতেন নীলাংশী? জানা গিয়েছে, সপ্তাহে এক বার চুল পরিষ্কার করতেন তিনি। কিন্তু রোজ চুল ধোওয়া উচিত। তা হলে সপ্তাহে এক বার কেন?

ছবি: সংগৃহীত।

০৮ ১৬
Photo of Nilanshi Patel

ডেইলি স্টারের প্রতিবেদন সূত্রে খবর, এত লম্বা চুল ধোওয়ার পর তা শুকোতে আধ ঘণ্টা লাগত। তার পর চুল আঁচড়াতে সময় লাগত আরও এক ঘণ্টা।

ছবি: সংগৃহীত।

০৯ ১৬
Photo of Nilanshi Patel

লম্বা চুল অনেকেরই স্বপ্ন। লম্বা কেশের জন্য কত কী-ই না করেন অনেকে। নীলাংশী আর কী করতেন?

ছবি: সংগৃহীত।

১০ ১৬
Photo of Nilanshi Patel

নারকেল তেলের সঙ্গে এক মিশ্রণ চুলে লাগাতেন নীলাংশী। তবে সেই মিশ্রণে আর কী কী উপাদান থাকত, তা কিন্তু গোপনই রেখেছে নীলাংশীর পরিবার। কন্যার চুলের পরিচর্যার জন্য মিশ্রণটি তৈরি করতেন নীলাংশীর মা।

ছবি: সংগৃহীত।

১১ ১৬
Photo of Nilanshi Patel

লম্বা কেশ তাঁকে খ্যাতি এনে দিলেও এই নিয়ে বিড়ম্বনার শেষ ছিল না নীলাংশীর। এত লম্বা চুল সামলাতে গিয়ে হিমশিম খেতে হত তাঁকে। বিনুনি বা খোঁপা করতে হত।

ছবি: সংগৃহীত।

১২ ১৬
Photo of Nilanshi Patel

তবে বেশি দিন এই লম্বা কেশ রাখতে পারেননি নীলাংশী। তাই প্রাপ্তবয়স্ক হতেই লম্বা কেশ নির্দ্বিধায় কেটে ফেললেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৬
Photo of Nilanshi Patel

২০২১ সালে লম্বা কেশকে বিদায় জানান নীলাংশী। তবে সেই বিখ্যাত কেশকে হেলাফেলা করেননি। তাঁর সেই চুল সযন্তে রাখা রয়েছে একটি সংগ্রহশালায়।

ছবি: সংগৃহীত।

১৪ ১৬
Photo of Nilanshi Patel

আমেরিকায় হলিউডে ‘রিপলেস বিলিভ ইট অর নট’ সংগ্রশালায় রাখা রয়েছে নীলাংশীর চুল। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘আমার চুল আমায় অনেক কিছু দিয়েছে। চুলের কারণেই আমি বাস্তবের রাপুনজ়েল হয়েছি।’’

ছবি: সংগৃহীত।

১৫ ১৬
Photo of Nilanshi Patel

তবে এখন একদম ছোট চুল তাঁর। তাই নীলাংশীকে যাঁরা কিশোরীবেলায় দেখেছেন, তাঁরা এখন তাঁর নতুন অবতার দেখে চিনতেই পারেন না। নতুন কেশসজ্জা নিয়ে বেজায় খুশি নীলাংশী। তাঁর কথায়, ‘‘আমি খুবই খুশি। এটা নতুন শুরু।’’

ছবি: সংগৃহীত।

১৬ ১৬
Photo of Nilanshi Patel

বর্তমানে নানা সৌন্দর্য প্রতিযোগিতায় অং‌শ নিচ্ছেন নীলাংশী। সম্প্রতি ‘মিস নেশান ২০২৩’ প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE