Advertisement
০৪ মে ২০২৪
68th National Award

National Film Awards 2022: জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা ‘সুরারাই পোত্রু’র, কী রয়েছে তামিল ছবিটিতে?

করোনা আবহে দু’ বছর বন্ধ ছিল ‌‌জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার ৬৮তম জাতীয় পুরস্কার ঘোষণা হল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৩:১২
Share: Save:
০১ ১৩
শুক্রবার ঘোষণা হয়ে গেল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলাই যায়, এ বছর তামিল ছবির জয়জয়াকার। পুরস্কার প্রাপকের তালিকায় একেবারে উপরের দিকে তামিল ছবির নাম।

শুক্রবার ঘোষণা হয়ে গেল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলাই যায়, এ বছর তামিল ছবির জয়জয়াকার। পুরস্কার প্রাপকের তালিকায় একেবারে উপরের দিকে তামিল ছবির নাম।

০২ ১৩
সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তামিল ছবির সুপারস্টার সুরিয়া। ‘সুরারাই পোত্রু’ ছবির জন্য। এই প্রথম জাতীয় স্বীকৃতি পেলেন তামিল সুপারস্টার।

সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তামিল ছবির সুপারস্টার সুরিয়া। ‘সুরারাই পোত্রু’ ছবির জন্য। এই প্রথম জাতীয় স্বীকৃতি পেলেন তামিল সুপারস্টার।

০৩ ১৩
 জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অপর্ণা বালমুরলি। ওই একই ছবি  ‘সুরারাই পোত্রু’–র জন্য।

জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অপর্ণা বালমুরলি। ওই একই ছবি ‘সুরারাই পোত্রু’–র জন্য।

০৪ ১৩
ছবিটি বিচারকদের পছন্দের সেরা ছবির স্বীকৃতিও পেয়েছে। ছবির সুরকার জিভি প্রকাশও জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার তকমা পেয়েছেন।

ছবিটি বিচারকদের পছন্দের সেরা ছবির স্বীকৃতিও পেয়েছে। ছবির সুরকার জিভি প্রকাশও জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার তকমা পেয়েছেন।

০৫ ১৩
২০২০ সালের ১২ নভেম্বর মুক্তি পায় ছবিটি। মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড করে চলেছে। ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে ১০টি বিদেশি ছবি দেখানো হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছিল ‘সুরারাই পোত্রু’।

২০২০ সালের ১২ নভেম্বর মুক্তি পায় ছবিটি। মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড করে চলেছে। ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে ১০টি বিদেশি ছবি দেখানো হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছিল ‘সুরারাই পোত্রু’।

০৬ ১৩
২০২১ সালে অস্কারের দৌড়েও ছিল ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত ছিটকে যায়।

২০২১ সালে অস্কারের দৌড়েও ছিল ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত ছিটকে যায়।

০৭ ১৩
অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক জিআর গোপীনাথের জীবন নিয়ে তৈরি ছবিটি। এই গোপীনাথই কম খরচে ভ্রমণের জন্য প্রতিষ্ঠিত এয়ার ডেকান নামের এক বিমান সংস্থার অন্যতম রূপকার।

অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক জিআর গোপীনাথের জীবন নিয়ে তৈরি ছবিটি। এই গোপীনাথই কম খরচে ভ্রমণের জন্য প্রতিষ্ঠিত এয়ার ডেকান নামের এক বিমান সংস্থার অন্যতম রূপকার।

০৮ ১৩
ছবিতে তাঁর চরিত্রের নাম নেদুমারাম রাজাঙ্গম। এই ভূমিকাতেই অভিনয় করেন সুরিয়া। থাকতেন প্রত্যন্ত গ্রামে। সেখানে বসেই স্বপ্ন দেখতেন, সাধারণ মানুষের সফরের জন্য বিমান পরিষেবা শুরু করবেন।

ছবিতে তাঁর চরিত্রের নাম নেদুমারাম রাজাঙ্গম। এই ভূমিকাতেই অভিনয় করেন সুরিয়া। থাকতেন প্রত্যন্ত গ্রামে। সেখানে বসেই স্বপ্ন দেখতেন, সাধারণ মানুষের সফরের জন্য বিমান পরিষেবা শুরু করবেন।

০৯ ১৩
নেদুমারামের স্ত্রী সুন্দরীর চরিত্রে অভিনয় করেন অপর্ণা। ছবিতে সুন্দরী স্বামীর জীবনের সব ওঠাপড়ায় পাশে থাকেন। ছবিতে পরেশ রাওয়াল, মোহন বাবুরাও রয়েছন।

নেদুমারামের স্ত্রী সুন্দরীর চরিত্রে অভিনয় করেন অপর্ণা। ছবিতে সুন্দরী স্বামীর জীবনের সব ওঠাপড়ায় পাশে থাকেন। ছবিতে পরেশ রাওয়াল, মোহন বাবুরাও রয়েছন।

১০ ১৩
ছবিটি সরাসরি ওটিটি মঞ্চেই মুক্তি পায়। দেখে উচ্ছ্বসিত সিনেমা-প্রেমীরা। ‘সুরারাই পোত্রু’–র অন্যতম প্রযোজক হলেন নায়ক সুরিয়া স্বয়ং।

ছবিটি সরাসরি ওটিটি মঞ্চেই মুক্তি পায়। দেখে উচ্ছ্বসিত সিনেমা-প্রেমীরা। ‘সুরারাই পোত্রু’–র অন্যতম প্রযোজক হলেন নায়ক সুরিয়া স্বয়ং।

১১ ১৩
 ছবিটি হিন্দিতেও তৈরি হচ্ছে। তামিল ছবিটির মতো হিন্দিটিরও পরিচালনা করবেন সুধা কোঙ্গারা। প্রযোজনাও করবে তাঁরই সংস্থা।

ছবিটি হিন্দিতেও তৈরি হচ্ছে। তামিল ছবিটির মতো হিন্দিটিরও পরিচালনা করবেন সুধা কোঙ্গারা। প্রযোজনাও করবে তাঁরই সংস্থা।

১২ ১৩
হিন্দি ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। বিপরীতে থাকবেন রাধিকা মদন।

হিন্দি ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। বিপরীতে থাকবেন রাধিকা মদন।

১৩ ১৩
হিন্দি ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা যাবে তামিল অভিনেতা সুরিয়াকেও।

হিন্দি ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা যাবে তামিল অভিনেতা সুরিয়াকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE