Advertisement
০৩ মে ২০২৪
Which country drinks the most alcohol

বিশ্বের সবচেয়ে বেশি মদ্যপায়ী দেশগুলির মধ্যে ইউরোপেই ন’টি! শীর্ষে কে?

ইউরোপে প্রতি বছর, ১৫ বছর বা তার বেশি বয়সি প্রতিটি নাগরিক গড়ে ৯.৫ লিটার বিশুদ্ধ অ্যালকোহল পান করেন, যা প্রায় ১৯০ লিটার বিয়ার বা ৮০ লিটার ওয়াইনের সমতুল্য।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
লন্ডন শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ০৮:৪২
Share: Save:
০১ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

‘এই তো জীবন, যাক না যে দিকে যেতে চায় প্রাণ, বেয়ারা, চালাও ফোয়ারা…’ এই গান শুনলেই মাথায় আসে ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমায় মত্ত উত্তম কুমারের কাণ্ডকারখানা। সেই ছবিতে উত্তম কুমারের চরিত্রের মতোই জিন, শেরি, শ্যাম্পেন এবং রামে মজে রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশের মানুষ।

০২ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, বিশ্বে সব থেকে বেশি পরিমাণে মদ্যপান করেন ইউরোপের বাসিন্দারা। ইউরোপ মহাদেশে বিশ্বের অন্য যে কোনও অংশের তুলনায় বেশি মদ পান করা হয়।

০৩ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

কিন্তু জানা আছে কি, ইউরোপের কোন দেশের নাগরিকেরা সব থেকে বেশি মদ্যপান করেন?

০৪ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

ইউরোপে প্রতি বছর, ১৫ বছর বা তার বেশি বয়সি প্রতিটি নাগরিক গড়ে ৯.৫ লিটার বিশুদ্ধ অ্যালকোহল পান করেন, যা প্রায় ১৯০ লিটার বিয়ার বা ৮০ লিটার ওয়াইনের সমতুল্য।

০৫ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

হু-র সমীক্ষা অনুযায়ী, ইউরোপে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে মাথাপিছু মোট অ্যালকোহল ব্যবহার ২.৫ লিটার (২১ শতাংশ) কমেছে। কিন্তু তার বেশির ভাগই উত্তর এবং পূর্ব ইউরোপে।

০৬ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

পুরো ইউরোপের মধ্যে পশ্চিম ইউরোপে মদ্যপানের পরিমাণ সবচেয়ে বেশি। বিশ্বে সব থেকে বেশি মদ পান করা ১০টি দেশের মধ্যে ৯টি ইউরোপীয় ইউনিয়নে।

০৭ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

২০১৯ সালের সমীক্ষা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮.৪ শতাংশ (১৫ বছর বা তার বেশি) মানুষ প্রতি দিন মদ্যপান করেন। ২৮.৮ শতাংশ প্রতি সপ্তাহে মদ্যপান করেন। মাসের হিসাবে মদ্যপান করেন ২২.৮ শতাংশ মানুষ।

০৮ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

তবে ইউরোপীয় ইউনিয়নে ২৬.২ শতাংশ এমন নাগরিক রয়েছেন, যাঁরা দাবি করেছেন যে, তাঁরা কস্মিনকালেও মদ পান করেননি বা গত এক বছরে মদ ছুঁয়ে দেখেননি।

০৯ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের সমীক্ষা অনুযায়ী, ইউরোপের যে ১০টি দেশে সব থেকে বেশি মদ পান করা হয়, সেগুলি হল— চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মলডোভা, জার্মানি, লিথুয়ানিয়া, আয়ারল্যান্ড, স্পেন, বুলগেরিয়া, লুক্সেমবার্গ এবং রোমানিয়া।

১০ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

ইউরোপীয় ইউনিয়নের যে দেশে সাপ্তাহিক নিরিখে মোট জনসংখ্যার সবচেয়ে বেশি মানুষ মদ্যপান করেন, সেটি হল নেদারল্যান্ডস (৪৭.৩ শতাংশ)। এর পরই রয়েছে লুক্সেমবার্গ (৪৩.১ শতাংশ) এবং বেলজিয়াম (৪০.৮ শতাংশ)।

১১ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

অন্য দিকে, ইউরোপীয় অঞ্চলে সবচেয়ে কম মদের চল থাকা ১০টি দেশ হল তাজিকিস্তান, আজারবাইজান, তুরস্ক, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইজ়রায়েল, আর্মেনিয়া, কাজাখস্তান, আলবেনিয়া এবং উত্তর ম্যাসিডোনিয়া।

১২ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

উল্লেখযোগ্য যে, উত্তর ম্যাসিডোনিয়া, আর্মেনিয়া এবং ইজ়রায়েল বাদে এই তালিকার বেশির ভাগ দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

১৩ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

হু-র সমীক্ষা অনুযায়ী, ইউরোপে মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁদের মদ্যপানের পরিমাণও বৃদ্ধি পায়।

১৪ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

ইউরোপীয় ইউনিয়নে দিনপ্রতি যে দেশে সবচেয়ে বেশি মদ্যপান করা হয়, সেটি হল পর্তুগাল। সে দেশের জনসংখ্যার ২০.৭ শতাংশ প্রতিদিন মদ্যপান করেন।

১৫ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে-বুকিয়ে বেরিয়ে গিয়েছে ব্রিটেন। তবে সেই দেশের নাগরিকদেরও মদ্যপান করার ক্ষমতা বেশি বলে ‘সুখ্যাতি’ রয়েছে।

১৬ ১৬
World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most

২০২০ সালের সমীক্ষা অনুযায়ী, ব্রিটেনের ৫৭ শতাংশ পুরুষ বছরে প্রতিদিন মদ্যপান করেন। তবে ব্রিটেনের ১৪ শতাংশ নাগরিক মদ ছুঁয়েও দেখেন না বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE