Advertisement
০১ নভেম্বর ২০২৪
Recipe

Bengali Recipe: গরমে প্রায়ই ডাবের জল খাচ্ছেন? ডাবের খোলা দিয়েই বানিয়ে নিন ডাব সর্ষে পনির

চিংড়ি আর ডাবের অকৃত্রিম বন্ধনের স্বাদ কমবেশি সকলেই নিয়েছেন। মাঝেমাঝে স্বাদের বদল ঘটাতে বানাতে পারেন ডাব সর্ষে পনির।

স্বাদের যত্ন নিতে বানাতে পারেন ডাব সরষে পনির।

স্বাদের যত্ন নিতে বানাতে পারেন ডাব সরষে পনির। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ২০:১৭
Share: Save:

বঙ্গ জীবনে ডাবের আলাদাই কদর রয়েছে। গরমে শরীর ঠান্ডা রাখতে ডাবের জল হোক বা উৎসবে অনুষ্ঠানে ডাব চিংড়ি। ডাবের জুড়ি মেলা ভার। তবে আজকাল পরীক্ষা নিরীক্ষার যুগ। চিংড়ি আর ডাবের অকৃত্রিম বন্ধনের স্বাদ কমবেশি সকলেই নিয়েছেন। মাঝেমাঝে বদল ঘটাতে হয় স্বাদেরও। ডাব চিংড়ির একঘেয়েমি কাটাতে এবং স্বাদের যত্ন নিতে বানাতে পারেন ডাব সরষে পনির। রইল প্রণালী।

উপকরণ:

পনির: ২৫০ গ্রাম
মালাই-সহ ডাব: ১টি
নারকল কোরা: ৩ চা চামচ
নারকেলের দুধ: ৩ চা চামচ
সর্ষের তেল: ৪ চা চামচ
সর্ষে: ৪ চা চামচ
নুন: স্বাদ মতো
চেরা কাঁচা লঙ্কা: ৫টি

প্রণালী:

ডাবের জল খাওয়ার জন্য যে ভাবে কাটা হয়, তেমন করে ডাব কেটে নিন। চৌকো টুকরো করে কেটে নিন পনিরও।


এ বার সর্ষে, নারকেল কোরা ও স্বাদ অনুযায়ী লঙ্কা একসঙ্গে নিয়ে ভাল করে বেটে নিন।
এই মিশ্রণটি পনিরে ভাল করে মাখিয়ে তার উপর সর্ষের তেল ছড়িয়ে দিন।


পনিরের এই মিশ্রণটি ডাবের খোলামুখ দিয়ে ভিতরে প্রবেশ করান।


আগে থেকে একটি বড় কড়াইতে জল ফোটাতে দিন। আঁচ কমিয়ে সেই ফুটন্ত জলে ডাব বসিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিন।


মিনিট দশেক ভাপানোর পর ডাবের মুখ খুলে নারকেলের দুধ মিশিয়ে দিয়ে আবার ভাপে বসিয়ে রাখুন।


পাঁচ মিনিট পরে উপর থেকে অল্প কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিয়ে ভাত বা মিষ্টি পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ডাব সর্ষে পনির

অন্য বিষয়গুলি:

Recipe Coconut Paneer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE