Advertisement
১৯ মে ২০২৪
Tattoos

বহু দূরে শিল্পী, বিশ্বে প্রথম রিমোটে ট্যাটু আঁকল রোবট

ট্যাটু আঁকা হল নেদারল্যান্ডসের অভিনেত্রী স্টিজ্‌ন ফ্রানসেনের কব্জিতে।

রোবট আঁকল ট্যাটু। ছবি- টুইটারের সৌজন্যে।

রোবট আঁকল ট্যাটু। ছবি- টুইটারের সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৭:০৭
Share: Save:

শিল্পী বসে আছেন বহু দূরে। আর তাঁর নকশা হুবহু এক রকম ভাবেই বহু দূরে থাকা এক মহিলার হাতের ট্যাটুতে ফুটিয়ে তুলল রোবট। খুব ছোট একটা সূচ দিয়ে। বিশ্বে প্রথম রিমোটে আঁকা হল ট্যাটু।

শিল্পীর নাম ওয়েজ থমাস। আর তাঁর ডিজাইন অবিকল রেখে বহু দূরে থাকা একটি রোবট ট্যাটু এঁকে দিল নেদারল্যান্ডসের অভিনেত্রী স্টিজ্‌ন ফ্রানসেনের কব্জিতে। ঘটনার পর ডাচ অভিনেত্রী ফ্রানসেন বিস্ময়ে অভিভূত হয়ে বলেছেন, ‘‘অবিশ্বাস্য! ইমপসিবল ট্যাটু।’’

শিল্পী ট্যাটুর ডিজাইন বানিয়েছিলেন টি-মোবাইলে। বহু দূরে থাকা রোবট তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার সঙ্গে থাকা খুব ছোট একটা সূচ দিয়ে ট্যাটু এঁকে দেয় অভিনেত্রী স্টিজ্‌ন ফ্রানসেনের কব্জিতে। রোবটটি চলেছে ফাইভ-জি-তে।

রোবটটি বানিয়েছেন লন্ডনের প্রযুক্তিবিদ নোয়েল ড্রু। লকডাউনের সময় টানা ৬ সপ্তাহের অক্লান্ত পরিশ্রমে।

নোয়েল বলেছেন, ‘‘আমাদের হাতে ভাল ট্যাটু আঁকার ভাল শিল্পী, ভাল ডিজাইনার ছিল। রোবটের উপর আমাদের নিয়ন্ত্রণ ছিল একেবারেই নিখুঁত। ছিল ফাইভ-জি নেটওয়ার্কের গতিও। দরকার ছিল শিল্পী তাঁর ডিজাইনটিকে একেবারে যে ভাবে আঁকছেন সঙ্গে সঙ্গে সেটিকে বুঝে বহু দূরে থাকা রোবট তা অভিনেত্রী ফ্রানসেনের হাতে এঁকে দেবে। রোবট সেই কাজটা করেছে নিখুঁত ভাবে।’’

এই পদ্ধতিতে থ্রি-ডি প্রিন্টার চালাতে চাইছেন নোয়েল। তিনি জানিয়েছেন এই প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সমস্যা ছিল। সেটা কালির সমস্যা। তাঁর কথায়, ‘‘আমরা ভেবেছিলাম ফাউন্টেন পেন-এ যেমন কালি নেমে আসে উপর থেকে রোবটেও সেটাই করা সম্ভব হবে। হয়নি। তাই রোবটে থাকা সেই কালি নামিয়ে আনার জন্য আমাদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Robot Tattoos
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE