Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India

কে জিতবে? ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে প্রত্যাশা তুঙ্গে

বৃহস্পতিবারের ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন হওয়ার কোনও সম্ভবনা নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা এগারো জনকে নিয়েই মাঠে নামার সম্ভবনা প্রবল বিরাট কোহালির।

সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক। ছবি: এএফপি

সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক। ছবি: এএফপি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০০:৩৭
Share: Save:

রাত পোহালেই মহারণ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার এজবাস্টনে মুখোমুখি হতে চলেছে ভারত-বাংলাদেশ। আর এই ম্যাচকে ঘিরেই তরতরিয়ে চড়ছে উত্তেজনার পারদ। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ যেখানেই মুখোমুখি হয়েছে এই দু’দল সেখানেই ছড়িয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে দেখে নেওয়া যাক দু’দলের অন্দরমহলের বর্তমান পরিস্থিতি।

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ‘ফিল গুড’ পরিবেশ টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে, কোথাও রোহিত-ধবনের মস্করা তো আবার কোথাও যুবরাজের খুনসুটি সবই চলছে বহাল তবিয়তে। তবে ফুরফুরে মেজাজে থাকলেও বাংলাদেশকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না বিরাট কোহালি অ্যান্ড কোম্পানি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, “বাংলাদেশকে কখনই হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেই। বিশ্বের সেরা আট দলের মধ্যে অন্যতম বাংলাদেশ। চলতি টুর্নামেন্টেও দারুণ ফর্মে আছে তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেভাবে খেলেছে তামিমরা তা অনবদ্য।”

বৃহস্পতিবারের ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন হওয়ার কোনও সম্ভবনা নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা এগারো জনকে নিয়েই মাঠে নামার সম্ভবনা প্রবল বিরাট কোহালির।

আরও পড়ুন:গিলি গিলি গে! ওভালে যুবরাজের হাতের ‘জাদু’, দেখুন ভিডিও...

অন্য দিকে, প্রতিপক্ষ দলের অধিনায়কের প্রশংসা পেলেও ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ শতর্ক বাংলাদেশ। বুধবার সাংবাদিক সম্মেলনে টাইগারদের অধিনায়ক মাশরফি মোর্তাজা বলেন, “গত দু’বছরে আমাদের ক্রিকেটারেরা বেশ ভালও উন্নতি করছে। মাঠের মধ্যে প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছে।”

এ দিকে কালকের ম্যাচে তাঁরা যে আন্ডারডগ হিসাবে মাঠে নামবেন তাও এ দিন মনে করিয়ে দেন বাংলা অধিনায়ক, মোর্তাজা বলেন, “কাল আমাদের থেকেও বেশি প্রত্যাশার চাপ থাকবে ভারতের উপর। ওরা ফেভারিট হিসাবে মাঠে নামবে, ফলে অনেক খোলা মনে খেলতে পারবে আমাদের ক্রিকেটারেরা।”

এমনিতেই প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করছে পাকিস্তান। এখন দেখার কালকের ম্যাচে জিতে কে ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে। তবে গোটা ক্রিকেট দুনিয়া অপেক্ষা করে আছে আরও এক বার ভারত-পাকিস্তান মহারণের জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE