Advertisement
১৮ মে ২০২৪

মেসি ঠিকই খেলবেন, ধরে নিচ্ছেন বার্সা ভক্তেরা

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার সেই ঘরের মাঠে খেলতে এসেই হুঙ্কার ছেড়েছেন রোমা স্ট্রাইকার এডিন জেকো।

প্রস্তুতি: রোমার বিরুদ্ধে নামার আগে বার্সেলোনার অনুশীলনে সুয়ারেসের সঙ্গে লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স

প্রস্তুতি: রোমার বিরুদ্ধে নামার আগে বার্সেলোনার অনুশীলনে সুয়ারেসের সঙ্গে লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৪:১৮
Share: Save:

পাঁচ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল বার্সেলোনা। সে কথা এখনও ভোলেননি কাম্প ন্যু-র ফুটবল সমর্থকরা।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার সেই ঘরের মাঠে খেলতে এসেই হুঙ্কার ছেড়েছেন রোমা স্ট্রাইকার এডিন জেকো। বলেছেন, ‘‘মেসি কিংবদন্তি হতে পারে, কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে ওর সামনে দাঁড়িয়ে হারার জন্য বার্সেলোনায় আসিনি।’’ আর এর পরেই উঠতে শুরু করেছে প্রশ্নটা, ঘরের মাঠে ইতালীয় লিগ সেরি আ-র দল রোমা কি কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেবে বার্সেলোনার বিরুদ্ধে?

যার উত্তরে উঠে আসছে একের পর এক পরিসংখ্যান। সেরি আ-র দলের বিরুদ্ধে এর আগে ১৯ বার মাঠে নেমে ১২ বার গোল করেছেন লিয়োনেল মেসি। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে ক্ষিপ্র মেসি এ পর্যন্ত গড়ে প্রতি মিনিটে অতিক্রম করছেন ৮৯.৯ মিটার। যা কেউ টপকে যেতে পারেননি। রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত বার্সেলোনা মুখোমুখি হয়েছে চার বার। যার মধ্যে বার্সেলোনা ও রোমা জিতেছে এক বার করে। বাকি দু’বার ড্র হয়েছে ম্যাচ। শেষ বার ২০১৫-১৬ মরসুমে গ্রুপ লিগে বার্সার মুখোমুখি হয়েছিল রোমা। সেই ম্যাচে মেসি-রা জিতেছিল ৬-১।

কিন্তু এ সবই মেসি বার্সার হয়ে খেলার সময়। গত এক সপ্তাহ ধরেই হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছে তাঁকে। ফলে সম্প্রতি আর্জেন্তিনার হয়ে শেষ দু’টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর। শনিবার লা লিগার ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে যদিও রিজার্ভ বেঞ্চ থেকে উঠে গিয়ে গোল করে দলের হার বাঁচিয়েছেন। কিন্তু তার পরেও রোমার বিরুদ্ধে মেসির নামা মাঠে নিয়ে তৈরি হয়েছে এক ধোঁয়াশা।

যা আরও বাড়িয়ে দিয়েছেন বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। তাঁর কথায়, ‘‘মেসি খেলবে কি না তা নিয়ে কোনও সমস্যা নেই। কোনও ম্যাচ কতটা কঠিন হবে আমাদের দলের কাছে, তা মেসির খেলা বা না খেলার সঙ্গে সম্পর্কযুক্ত নয়।’’ যদিও বার্সা শিবির ও স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, এই ম্যাচে খেলছেন মেসি। তাঁকে ধরেই রোমাকে ঘরের মাঠে হারানোর অঙ্ক কষছেন বার্সেলোনা ম্যানেজার। গোলে মার্ক আন্দ্রে তার স্তেগান। তাঁর সামনে চার ব্যাক সের্জি রবের্তো, স্যামুয়েল উমতিতি, জেরার পিকে ও জর্ডি আলবা। মাঝমাঠে দেম্বেলে বা পাওলিনহো-র মধ্যে একজন। সঙ্গে রাকিতিচ, বুস্কেৎস এবং ইনিয়েস্তা। সামনে মেসি-সুয়ারেস। যা বেরিয়ে গিয়েছে স্প্যানিশ প্রচারমাধ্যমে।

মেসি-সুয়ারেস খেলবেন জেনেই চনমনে বার্সা সমর্থকরা। তার বড় কারণ, চলতি মরসুমে এই জুটির দুরন্ত ছন্দে থাকা। বার্সেলোনার শেষ ছয় ম্যাচে এই জুটি গোল করেছে ১২টি। করিয়েছে ১২টি। এ ছাড়াও মেসি নিখুঁত পাস বাড়িয়ে বিপক্ষের রক্ষণ ভেঙেছেন ১৪ বার। সুয়ারেস ১৩ বার। এই মরসুমে বার্সেলোনার জার্সি গায়ে মেসির গোল ৩৫। তিনি গোল করিয়েছেন ১৪টি। অন্য দিকে, সুয়ারেস গোল করেছেন ২৫টি। করিয়েছেন ৯টি। এর সঙ্গে ভালভার্দের লুকোনো তাস ফরাসি ফুটবলার ওসমান দেম্বেলে। ডান প্রান্ত দিয়ে যাঁর গতি সামলাতে সমস্যায় পড়ে বিপক্ষ রক্ষণ।

সেমি, সুয়ারেস আর দেম্বেলে-র ত্রিফলা আক্রমণের প্রসঙ্গে রোমার গ্রিক ডিফেন্ডার কোস্তাস মানোলাস বলছেন, ‘‘ঠিকই বলেছেন পেপ গুয়ার্দিওলা। মেসিকে আটকানোর কোনও রাস্তা নেই। ওকে হয়তো আটকে রাখলাম। কিন্তু বার্সার বাকিরা ঠিক গোলের রাস্তা তৈরি করে নেবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘শেষ বার বার্সেলোনায় এসে ছয় গোল খাওয়ার ম্যাচে বেশ কিছু ভুল করেছিল আমাদের রক্ষণ। এ বার তা হবে না।’’ গত এক দশকে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল খেলছে রোমা। মেসি-দের বিরুদ্ধে অভিজ্ঞতার অভাব সমস্যায় ফেলতে পারে তাদের।

তবে মেসি বনাম জেকো দ্বৈরথের মধ্যেই এই ম্যাচে একটি বড় আকর্ষণ দুই দলের দুই গোলকিপার। বার্সেলোনার জার্মান গোলকিপার মার্ক আন্দ্রে তার স্তেগান। যাঁর বিরুদ্ধে চেলসি এবং অলিম্পিয়াকোস ছাড়া এ বার কোনও দল গোল করতে পারেনি। অন্য দিকে, রোমার ব্রাজিলীয় গোলকিপার অ্যালিসন বেকার। ইতিমধ্যেই যাঁকে আগামী মরসুমে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে, এটাই দেখার সেমিফাইনালে ওঠার পথে, জার্মানি ও ব্রাজিলের গোলকিপারের মধ্যে কার হাত বেশি নির্ভরতা দেয় তাঁদের দলকে।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগ: বার্সেলোনা বনাম রোমা ( খেলা শুরু ভারতীয় সময় রাত বারোটা পনেরো) সরাসরি সম্প্রচার সনি টেন টু চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE