Advertisement
১৮ মে ২০২৪
Sports News

লা লিগায় বার্সেলোনার ছ’গোল

ছয় গোল বার্সেলোনার। লা লিগায় দেপোর্তিভো আলভেজকে ০-৬ গোলে হারিয়ে দিল বার্সেলোনা। তাদেরই ঘরের মাঠে। শুরুটা করে দিয়েছিলেন লুই সুয়ারেজ। শেষটাও করলেন তিনিই। ৩৬ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি বার্সা।

গোলের পথে মেসি। ছবি: এপি।

গোলের পথে মেসি। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩২
Share: Save:

ছয় গোল বার্সেলোনার। লা লিগায় দেপোর্তিভো আলভেজকে ০-৬ গোলে হারিয়ে দিল বার্সেলোনা। তাদেরই ঘরের মাঠে। শুরুটা করে দিয়েছিলেন লুই সুয়ারেজ। শেষটাও করলেন তিনিই। ৩৬ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি বার্সা। আক্রমণ যে হয়নি এমনটা নয়। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি কেউই। ৩৭ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন সুয়ারেজ। তার তিন মিনিটের মধ্যে ২-০ করেন নেইমার। নেইমারের গোলের পিছনেও ভূমিকা রেখে গেলেন সুয়ারেজ। ফাইনাল পাসটি বাড়িয়েছিলেন তিনিই। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ গোলে।

আরও খবর: ডার্বির আগের সকালে থমথমে মোহনবাগান, ফুরফুরে ইস্টবেঙ্গল

যেখানে প্রথমার্ধ শেষ হয়েছিল সেখান থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করে বার্সেলোনা। ৪৭ মিনিটেই প্রায় গোল করে ফেলেছিলেন হার্নান্ডেজ। প্রথমার্ধে গোলের মুখ খুলেছিলেন সুয়ারেজ আর দ্বিতীয়ার্ধে সেই কাজটি করলেন লিওনেল মেসি। ৫৯ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ও গোলকিপারের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করে গেলেন মেসি। বার্সেলোনাকে চতুর্থ গোলটি উপহার দিলেন দেপোর্তিভোর অ্যালেক্সিস রুয়ানো। ৬৩ মিনিটে সেম সাইড গোল করে আরও পিছিয়ে পরে আর ঘুরে দাঁড়ানোর অবস্থায় ছিল না হোম টিম। এর পর ৬৫ মিনিটে ইভান রাকিটিচ ও ৬৭ মিনিটে আবারও সুয়ারেজের গোলে ৬-০তে বাজিমাত বার্সেলোনার। হ্যাটট্রিক করতে পারতেন সুয়ারেজ যদি না শেষ বেলায় সহজ সুযোগটি নষ্ট করতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leonel Messi Luis Suarez Neymar La Liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE