Advertisement
১৮ মে ২০২৪
FC Bayern Munich

লেয়নডস্কির জোড়া গোলে ফাইনালে বায়ার্ন মিউনিখ

জোড়া গোল করলেন লেয়নডস্কি।

জোড়া গোল করলেন লেয়নডস্কি। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০৮:০৮
Share: Save:

ইউরোপ-সেরা বায়ার্ন মিউনিখ ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ের লক্ষ্যে একধাপ এগোল। গতবারের বুন্দেশলিগা চ্যাম্পিয়ন ক্লাব সোমবার সেমিফাইনালে কাতারের আল আহলিকে ২-০ গোলে হারাল। দু’টি গোলই রবার্ট লেয়নডস্কির। আল আহলি আফ্রিকার চ্যাম্পিয়ন ক্লাব। বৃহস্পতিবার ফাইনালে বায়ার্নের সামনে টাইগ্রেস। মেক্সিকোর ক্লাবটি অন্য সেমিফাইনালে হারায় ব্রাজিলের পালমেইরাসকে।

লেয়নডস্কি বলেছেন, ‘‘সেমিফাইনালে দারুণ খেলা হয়েছে। আমরা ফাইনালের জন্য তৈরি।’’ কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে পোলিশ তারকা ১৭ মিনিটে বায়ার্নকে ১-০ এগিয়ে দেন। এই স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের ম্যাচও হবে। খেলা শেষের চার মিনিট আগে লেয়নডস্কি তাঁর এবং দলের দ্বিতীয় গোল করেন লেরয় সানের সেন্টারে হেড করে। পোলিশ তারকা এ বার বুন্দেশলিগাতে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। এই মরসুমে ক্লাবের হয়ে ২৭ ম্যাচে ২৯ গোল করেছেন! লিয়োনেল মেসিদের বার্সেলোনা ২০০৯-এ ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে ছ’টি ট্রফি জিতে নজির গড়েছিল। বায়ার্ন চ্যাম্পিয়ন হলে সেই রেকর্ড স্পর্শ করবে। লেয়নডস্কি বলেছেন, ‘‘মরসুমের ছ’নম্বর ট্রফির লক্ষ্যেই নামব। তা ছাড়া এটাও বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আলাদা মর্যাদা আছে। আশা করি ফাইনালে দল আরও ভাল খেলবে। গোলের সুযোগও বেশি তৈরি হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football FC Bayern Munich
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE