Advertisement
১৭ মে ২০২৪

রুদ্ধশ্বাস জয়, দু’নম্বরে ওয়ারিয়র্স

এ দিনও খেলা শেষ হওয়ার দু’মিনিট আগে চার পয়েন্টে পুণের দলটির চেয়ে পিছিয়ে ছিল বেঙ্গল ওয়ারিয়র্স।

প্রতিরোধ: পুণেরি পল্টনের আক্রমণ রুখছেন বলদেবরা। নিজস্ব চিত্র

প্রতিরোধ: পুণেরি পল্টনের আক্রমণ রুখছেন বলদেবরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩২
Share: Save:

ঘরের স্টেডিয়াম নেতাজি ইন্ডোরে পা দিয়েই ছুটছে প্রো-কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়র্স। শনিবার গুজরাতের বিরুদ্ধে ড্র করে চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছিল বি সি রমেশের দল। রবিবার পুণেরি পল্টনকে ৪২-৩৯ হারানোয় বঙ্গযোদ্ধারা এখন দ্বিতীয় স্থানে।

এ দিনও খেলা শেষ হওয়ার দু’মিনিট আগে চার পয়েন্টে পুণের দলটির চেয়ে পিছিয়ে ছিল বেঙ্গল ওয়ারিয়র্স। কিন্তু শেষ মিনিটে দলের ইরানি খেলোয়াড় মহম্মদ নবিবক্স আক্রমণে গিয়ে বিপক্ষকে অলআউট করে পাঁচ পয়েন্ট এনে দেন বেঙ্গল ওয়ারিয়র্সকে। তার পরে রক্ষণ ও আক্রমণের যুগলবন্দিতে দুই পয়েন্ট আনেন বঙ্গযোদ্ধাদের দুই সিংহ বলদেব ও মনিন্দর। এই জয়ে ১৪ ম্যাচে ৪৮ পয়েন্টে বেঙ্গল ওয়ারিয়র্স। কোচ রমেশ বলছেন, ‘‘এ বার দল খুব শক্তিশালী। আশা করছি কলকাতা পর্বেই দল এক নম্বরে চলে আসবে।’’ দিনের অন্য ম্যাচে দাবাং দিল্লি ৫০-৩৪ হারিয়েছে তামিল থালাইভাসকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE