Advertisement
১৯ মে ২০২৪

স্পারের জয় উদ্বুদ্ধ করছে চেলসিকে, বলছেন কন্তে

ওয়ার্টফোর্ডের বিরুদ্ধে টটেনহ্যান হটস্পারের ৪-০ দুর্দান্ত জয় চেলসি সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে। কিন্তু ম্যানেজার আন্তোনিও কন্তের দাবি, টটেনহ্যামের সাফল্যই চেলসি-কে ভাল খেলতে উজ্জীবিত করছে!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০৩:৫৯
Share: Save:

ওয়ার্টফোর্ডের বিরুদ্ধে টটেনহ্যান হটস্পারের ৪-০ দুর্দান্ত জয় চেলসি সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে। কিন্তু ম্যানেজার আন্তোনিও কন্তের দাবি, টটেনহ্যামের সাফল্যই চেলসি-কে ভাল খেলতে উজ্জীবিত করছে!

শনিবার রাতে বোর্নমুথের বিরুদ্ধে ৩-১ জয়ের পর কন্তে বলেছেন, ‘‘এই ম্যাচটা জেতা একেবারেই সহজ ছিল না। বিশেষ করে টটেনহ্যামের জয় দেখার পর। কিন্তু আমি মনে করি, ওদের জয়টাই আমাদের ভাল খেলতে উদ্বুদ্ধ করেছে।’’

৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবলের শীর্ষে এই মুহূর্তে চেলসি। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৬৮। কিন্তু আগামী সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য। যদিও চেলসি ম্যানেজার জানিয়েছেন, তিনি একেবারেই চাপে নেই। কন্তে বলেছেন, ‘‘আমি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পছন্দ করি। কারণ, চাপই সেরাটা বের করে আনতে সাহায্য করে।’’

টটেনহ্যাম চলতি ইপিলে টানা ছ’টি ম্যাচ জিতেছে। আর চেলসির জয়রথ থামিয়ে অঘটন ঘটিয়েছে লিগ টেবলে ষোলো নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেস। সেই পরিস্থিতি থেকে ম্যাঞ্চেস্টার সিটি-কে হারিয়ে এডেন অ্যাজার, দিয়েগো কোস্তা-রা ঘুরে দাঁড়িয়েছেন দুর্দান্ত ভাবে। এখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ সাতটি ম্যাচ থেকে চেলসির দরকার আর পনেরো পয়েন্ট। অর্থাৎ, পাঁচটি ম্যাচ জিততে হবে। কন্তে বলছেন, ‘‘আমাদের এখন নিজেদের লক্ষ্যে স্থির থাকতে হবে। ভুললে চলবে না, গত বছর শেষ ম্যাচ পর্যন্ত খেতাবের দৌড়ে প্রবল ভাবে ছিল টটেনহ্যাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Antonio Conte Chelsea Tottenham Hotspur F.C.
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE