Advertisement
৩০ এপ্রিল ২০২৪
U19 World Cup

শেষ ছ’টি বিশ্বকাপের মধ্যে পাঁচটিতে চ্যাম্পিয়ন, ক্রিকেট বিশ্বে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে অস্ট্রেলিয়া

মেয়েদের টি-টোয়েন্টি এবং এক দিনের বিশ্বকাপের সঙ্গে ছেলেদের টেস্ট বিশ্বকাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতে নিল তারা। বাকি রইল শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Australia

৫০ ওভারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৪
Share: Save:

শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার মেয়েদের দিয়ে। মাঝে শুধু ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপটা জেতা হয়নি। বাকি সব আইসিসি প্রতিযোগিতার ফাইনাল জিতে নিল অস্ট্রেলিয়া। মেয়েদের টি-টোয়েন্টি এবং এক দিনের বিশ্বকাপের সঙ্গে ছেলেদের টেস্ট বিশ্বকাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতে নিল তারা।

২০২২ সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়া মেয়েরা ইংল্যান্ডকে হারিয়ে দেয় ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে ১৭০ রান করে দলকে জিতিয়েছিলেন এলিসা হিলি। মেগ ল্যানিংয়ের দলের উইকেটরক্ষক প্রতিযোগিতার সেরাও হয়েছিলেন। সেই বছর ছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাত্র সেই প্রতিযোগিতা জিততে পারেনি অস্ট্রেলিয়া। সুপার ১২ পর্বে হেরে যায় তারা। ইংল্যান্ড সে বার বিশ্বকাপ জিতে নেয়। গত বছর ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ এনে দেন মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ৭৪ রান করে অপরাজিত থেকে ফাইনাল জিতিয়েছিলেন বেথ মুনি।

গত বছর জুন মাসে অস্ট্রেলিয়া জিতে নেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনালে ভারতকে হারিয়ে দেয় প্যাট কামিন্সের দল। নভেম্বরে আবার ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। সেই প্রতিযোগিতাও জিতে নেন কামিন্সেরা। রবিবার এল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই ভারতকে হারিয়ে জয়ী অস্ট্রেলিয়া।

এই বছর জুন মাসে রয়েছে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ট্রফি জিতলে আইসিসি-র সমস্ত প্রতিযোগিতায় এই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়ে যাবে অস্ট্রেলিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE