Advertisement
৩০ এপ্রিল ২০২৪
ICC World Test Championship

পিছিয়ে বুমরাহীন ভারত, মত ইয়ানের

ইয়ান চ্যাপেল এক ওয়েবসাইটে বলেছেন, ‘‘বুমরা ও পন্থের অভাব ভারতকে ভোগাবেই। ওরা দলে থাকলে রোহিত শর্মাদের এগিয়ে রাখা যেত।

An image of Indian Pacer Jasprit Bumrah

যশপ্রীত বুমরার মতো ক্রিকেটারের অভাব অস্বস্তিতে রাখবে ভারতীয় দলকে। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২৩ ০৭:৩৭
Share: Save:

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্যাট কামিন্সরা কিছুটা হলেও এগিয়ে থাকবেন। তাঁর বিশ্লেষণ, যশপ্রীত বুমরা এবং ঋষভ পন্থের মতো ক্রিকেটারের অভাব অস্বস্তিতে রাখবে ভারতীয় দলকে। সঙ্গে শ্রেয়স আয়ার ও কে এল রাহুলের না থাকা ভারতকে আরও পিছিয়ে দেবে।

চ্যাপেল এক ওয়েবসাইটে বলেছেন, ‘‘বুমরা ও পন্থের অভাব ভারতকে ভোগাবেই। ওরা দলে থাকলে রোহিত শর্মাদের এগিয়ে রাখা যেত। তার উপর হার্দিক পাণ্ড্যের মতো অলরাউন্ডারকে না পাওয়ার কাঁটা হয়ে দাঁড়াবে ভারতের।’’

এমনিতে টানা দু’মাস আইপিএলের পরে টেস্ট ফাইনাল খেলতে ভারতের সে রকম সমস্যা হবে না বলেই মনে করেন চ্যাপেল, ‘‘ফাইনালে কে জিতবে বলা খুবই কঠিন। দু’টি দলই বছরের শুরুর দিকে টেস্ট সিরিজ় খেলার পরে বড় ফর্ম্যাটে খেলেনি। কিন্তু আইপিএলে খেলাটা অনেক ক্রিকেটারকে সাহায্যও করতে পারে।’’

রবি বোপারার উদাহরণ দিয়ে চ্যাপেল বলেন, ‘‘২০০৯ সালে রবি বোপারা আইপিএল খেলার পরেই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে গিয়েছিল। একের বেশি শতরানও করেছিল। আইপিএলে টানা খেলায় ওর পায়ের নড়াচড়াও ভাল হয়েছিল। আইপিএল যে সব সময় ক্ষতি করে সেটা কিন্তু নয়।’’

চ্যাপেল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার পেস বিভাগ ভারতের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু স্পিন বিভাগে এগিয়ে ভারত, ‘‘প্যাট কামিন্স, জশ হেজ্‌লউড ও মিচেল স্টার্ক একসঙ্গে খেললে অস্ট্রেলিয়াকে অবশ্যই এগিয়ে রাখব। যদিও ভারতের মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদবও নিঃসন্দেহে ভাল। কিন্তু কামিন্সদের মতো ভয়ঙ্কর নয়। উইকেট তোলার ক্ষেত্রে অস্ট্রেলীয় পেস বিভাগের চেয়ে ভারতীয়রা এখনও পিছিয়ে রয়েছে।’’

প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মনে করেন, স্মিথ, মার্নাস লাবুশেন ও উসমান খোয়াজার উপরে ভারতের নজর থাকবে। ডেভিড ওয়ার্নারকেও অঙ্কের বাইরে রাখতে চান না চ্যাপেল।

চ্যাপেলের কথা, ‘‘ওয়ার্নার নিজের দিনে কী করতে পারে, সকলে জানে। স্মিথ, লাবুশেন ও খোয়াজার উপরে দল নিশ্চয়ই নির্ভর করে থাকবে। কিন্তু ওয়ার্নারকে হাল্কা ভাবে নিলে ভুল করবে ভারত। ও কিন্তু বারবার দারুণ ভাবে ফিরে এসেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE