Advertisement
১৮ মে ২০২৪
Mohammed Shami

ব্যাটিং অনুশীলনে ব্যস্ত শামি, বিশ্বকাপের আগে কি অলরাউন্ডার হতে চাইছেন বাংলার পেসার

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি শামি। তাঁর চোট ছিল। সেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরবেন তিনি। ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিয়ো পোস্ট করছেন শামি।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি শামি। তাঁর চোট ছিল।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি শামি। তাঁর চোট ছিল। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:৩৮
Share: Save:

ভারতের হয়ে আবার দেখা যাবে মহম্মদ শামিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দলে রাখা হয়েছে বাংলার পেসারকে। কিন্তু বোলিংয়ের সঙ্গে তিনি ব্যাটিং অনুশীলনও করছেন। এই বছরেই এক দিনের বিশ্বকাপ। তার আগে নিজের ব্যাটিংটাও ঝালিয়ে নিচ্ছেন শামি। অনুশীলনে নেমে পড়েছেন লোকেশ রাহুলও।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি শামি। তাঁর চোট ছিল। সেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরবেন তিনি। ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিয়ো পোস্ট করছেন শামি। ১০ জানুয়ারি গুয়াহাটিতে প্রথম ম্যাচ। ইডেনে ম্যাচ রয়েছে ১২ জানুয়ারি। তৃতীয় ম্যাচ তিরুঅনন্তপুরমে। সেই ম্যাচ ১৫ জানুয়ারি। এই সিরিজ়ে খেলার কথা শামির। কাঁধে চোট পাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ় এবং টেস্টে খেলা হয়নি। তাঁর জায়গায় এক দিনের সিরিজ়ে ডাক পান উমরান মালিক। টেস্টে নেওয়া হয় জয়দেব উনাদকাটকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে অনেক দিন পর দেখা যেতে পারে শামি এবং যশপ্রীত বুমরার জুটি। চোট সারিয়ে দু’জনেই ফিরছেন এই সিরিজ়ে। বুমরাকে যদিও শুরুতে দলে রাখা হয়নি। পরে জানা যায় তিনি সুস্থ, তখন দলে যোগ করা হয় তাঁকে। এক দিনের বিশ্বকাপের আগে ভারতের সিনিয়র ক্রিকেটারদের এক দিনের ম্যাচে বেশি খেলাতে চাইছে বোর্ড। সেই লক্ষ্যেই বুমরাকে দেরিতে হলেও জুড়ে দেওয়া হল এক দিনের দলে। এই দলে ফিরবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরাও। লোকেশ রাহুল এই সিরিজ়ে দলে থাকলেও তিনি সহ-অধিনায়ক নন। রোহিতের ডেপুটি হিসাবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। রাহুলের ব্যাটে রান নেই। দলে তাঁর জায়গাও নড়বড়ে। এমন অবস্থায় তিনি অনুশীলনে নেমে পড়েছেন। নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে তাঁকে। এই সিরিজ়ে রাহুল নিজের ছন্দ ফিরে পান কি না সেই দিকে নজর থাকবে ভারতীয় সমর্থকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE