Advertisement
১৫ জুন ২০২৪
WTC 2023-25

তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে দুরমুশ, টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় কোথায় উঠল ভারত?

রাজকোটে ইংল্যান্ডকে দুরমুশ করে দিয়েছে ভারতীয় দল। তৃতীয় টেস্টে জিতেছে ৪৩৪ রানে। সিরিজ়ে এগিয়ে গিয়েছে ২-১ ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে কোথায় উঠল তারা?

cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২১
Share: Save:

রাজকোটে ইংল্যান্ডকে দুরমুশ করে দিয়েছে ভারতীয় দল। তৃতীয় টেস্টে জিতেছে ৪৩৪ রানে। সিরিজ়ে এগিয়ে গিয়েছে ২-১ ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উঠে পড়েছে ভারত। রোহিত শর্মার দল এখন দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় টেস্টের পর কেমন দাঁড়াল পয়েন্ট তালিকা?

রাজকোট টেস্টের আগে তৃতীয় স্থানে ছিল ভারত। জিতে তারা উঠে এসেছে দুইয়ে। সাতটি টেস্ট খেলে এই নিয়ে চারটি টেস্ট জিতল তারা। ২টি টেস্টে হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে। পাশাপাশি মন্থর ওভার রেটের কারণে দু’টি পয়েন্ট কাটা গিয়েছে। ফলে ভারতের পয়েন্ট এখন ৫০। তবে পয়েন্ট শতাংশ ৫৯.৫২। তাই অস্ট্রেলিয়াকে টপকে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা নির্ধারিত হয় পয়েন্ট শতাংশের বিচারে। সেই হিসাবেই দ্বিতীয় স্থানে ভারত। ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে একে রয়েছে নিউ জ়‌িল্যান্ড। তবে তারা মাত্র চারটি টেস্ট খেলেছে। এর পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় রয়েছে। তবে রাঁচী টেস্টে ভারত জিতলে নিউ জ়‌িল্যান্ডকে টপকে শীর্ষে ওঠার সম্ভাবনা রয়েছে রোহিতদের সামনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WTC 2023-25 India vs England 2024 Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE