Advertisement
২৫ মে ২০২৪
Babar Azam

আবার আলোচনায় বাবরের পদত্যাগ, নেতৃত্ব ছেড়ে ঠিক করেছেন? মুখ খুললেন সতীর্থ

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পরেই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। শুধু এক দিনের ক্রিকেট নয়, কোনও ফরম্যাটেই অধিনায়ক থাকেননি। বাবর নিজে সে ব্যাপারে চুপ থাকলেও মুখ খুললেন তাঁর কাছের সতীর্থ।

cricket

বাবর আজম। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৮
Share: Save:

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পরেই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। শুধু এক দিনের ক্রিকেট নয়, কোনও ফরম্যাটেই অধিনায়ক থাকেননি। নিজে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা না বললেও বাবরকে নিয়ে মুখ খুললেন তাঁর কাছের বন্ধু শাদাব খান।

১৫ নভেম্বর বাবর নেতৃত্ব ছাড়ার পর পাকিস্তান দু’টি ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক বেছে নেয়। টেস্টের দায়িত্ব দেওয়া হয় শান মাসুদকে। টি-টোয়েন্টিতে দায়িত্ব পান শাহিন আফ্রিদি। বাবরের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন শাদাব।

এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “প্রত্যেকের সিদ্ধান্তই তাদের ব্যক্তিগত। বাবর হয়তো নেতৃত্ব ছেড়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছে। আমরা ওকে শুভেচ্ছা জানিয়েছি। ও অধিনায়ক থাকাকালীন দারুণ সময় কাটিয়েছি। এ বার শাহিন সেই দায়িত্ব নিয়েছে। আমরা ওর অধীনে খেলার জন্যেও মুখিয়ে রয়েছি।”

শাদাব আরও বলেছেন, “পাকিস্তান সুপার লিগে শাহিনের অধিনায়কত্ব আমরা দেখেছি। খুব ভাল নেতৃত্ব দিয়েছে। দেখা যাক দেশের হয়ে প্রথম বার নেতৃত্ব দিতে নেমে ও কেমন খেলে। কতটা মজা করতে পারি সেটাও দেখার। আমি নিজে তো ব্যক্তিগত ভাবে খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে শাহিনের প্রথম কাজ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেওয়া। পাঁচ ম্যাচের সিরিজ় শুরু হবে ১২ জানুয়ারি, অকল্যান্ডে। শেষ টি-টোয়েন্টি ২১ জানুয়ারি ক্রাইস্টচার্চে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babar Azam Pakistan Cricket Shadab Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE