Advertisement
১৭ মে ২০২৪
Gary Ballance

গোলাপি বল দেখতে পাচ্ছেন না, দল থেকে ‘বাদ’ ইংল্যান্ডের এই ক্রিকেটার

বলের রং কারও কেরিয়ারে ব্যাঘাত ঘটাতে পারে, কে জানত! ইয়র্কশায়ারের অধিনায়ক গ্যারি ব্যালান্স শুধুমাত্র গোলাপি বলের কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ে গেলেন। কারণ, ব্যাট করার সময় তিনি গোলাপি বল ঠিকঠাক দেখতে পাচ্ছেন না।

বর্ণান্ধতার কারণে বাদ ব্যালান্স!

বর্ণান্ধতার কারণে বাদ ব্যালান্স!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১২:৩৯
Share: Save:

বলের রং কারও কেরিয়ারে ব্যাঘাত ঘটাতে পারে, কে জানত! ইয়র্কশায়ারের অধিনায়ক গ্যারি ব্যালান্স শুধুমাত্র গোলাপি বলের কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ে গেলেন। কারণ, ব্যাট করার সময় তিনি গোলাপি বল ঠিকঠাক দেখতে পাচ্ছেন না।

ইংল্যান্ড টেস্ট দলে জায়গা না পাওয়ার পর ইয়র্কশায়ারে অধিনায়ক হয়ে চলতি মরসুমে কাউন্টি শুরু করেন। কিন্তু সারের বিরুদ্ধে খেলার আগেই নিজে থেকে সরে দাঁড়ান এই ব্যাটসম্যান। ব্যাল্যান্সের কথায়, “এটা (গোলাপি বল) আমার কাছে আদর্শ নয়। শেষ বার যখন এই বলে খেলেছিলাম, বল দেখতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এই সমস্যা পাঁচ-ছয় বছর আগে হত, যখন দ্বিতীয় শ্রেণির ক্রিকেটটা খেলতাম।”

আরও পড়ুন- ক্রিকেট-যুদ্ধ থামলেও বিরাট বিতর্ক থামছেই না

এই মুহূর্তে গ্যারি তাঁর দল হোয়াইট রোজের সঙ্গে রয়েছেন দুবাইতে। সেখানে তিনি গোলাপি বলে নেট প্র্যাকটিসও করছেন। কিন্তু সেই অভিজ্ঞতা ভীষণ খারাপ বলেই জানান তিনি। গ্যারি বলেন, “নেট প্র্যাকটিস করার সময়, আমি ঠিকঠাক ভাবে বলই দেখতে পাচ্ছিলাম না। যদিই বল দেখতে না পাই, তা হলে ক্রিকেট খেলব কী করে।”

ইংল্যান্ডের ক্রিকেটার গ্যারি ব্যালান্স

এই বিষয়ে চিকিত্সকের সঙ্গে পরামর্শ করছেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের এই প্রতিভাবান ব্যাটসম্যান। তবে, তাঁর এই বর্ণান্ধতা শুধু গোলাপি বল দেখার ক্ষেত্রেই অসুবিধা করছে না, লাল বলও কিছুটা দেরিতে দেখছেন বলে স্বীকার করে নেন এই ব্রিটিশ ক্রিকেটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gary Ballance England Team County Color Blindness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE