Advertisement
১৭ মে ২০২৪
Sports

মইন আলির শতরান, চেন্নাইয়ে বড় রানের পথে ইংল্যান্ড

শেষ টেস্টের শতরানকারী কিটন জেনিংসকে আউট করে দিনের শুরুটা দুর্দান্ত করেছিলেন ইশান্ত শর্মা। সিরিজে পঞ্চমবার কুককে আউট করে ইংল্যান্ডকে কিছুটা ব্যাকফুটে পাঠিয়েছিলেন জাডেজাও। কিন্তু মইন আলি আর জো রুটের দাপটে চেন্নাইয়ের প্রথম দিনটা থেকে গেল ইংল্যান্ডেরই দখলে।

চেন্নাইয়ে মইনের ব্যাটে ঝলক। ছবি: রয়টার্স।

চেন্নাইয়ে মইনের ব্যাটে ঝলক। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ১৭:২৪
Share: Save:

শেষ টেস্টের শতরানকারী কিটন জেনিংসকে আউট করে দিনের শুরুটা দুর্দান্ত করেছিলেন ইশান্ত শর্মা। সিরিজে পঞ্চমবার কুককে আউট করে ইংল্যান্ডকে কিছুটা ব্যাকফুটে পাঠিয়েছিলেন জাডেজাও। কিন্তু মইন আলি আর জো রুটের দাপটে চেন্নাইয়ের প্রথম দিনটা থেকে গেল ইংল্যান্ডেরই দখলে। অপরাজিত সেঞ্চুরি করলেন মইন। প্রথম দিনের শেষে ইংল্যান্ড ২৮৪/৪।

এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দু’দলেই বেশ কিছু পরিবর্তন হয়েছে। জিমি অ্যান্ডারসন এবং ক্রিস ওকসের জায়গায় দলে এসেছেন স্টুয়ার্ট ব্রড এবং লিয়াম ডসন। আগেই সিরিজ জিতে যাওয়ায় ভারতও দু’টি পরিবর্তন করেছে। জয়ন্ত যাদব এবং ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে এসেছেন অমিত মিশ্র এবং ইশান্ত শর্মা।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরের আগে বিরাট হয়তো কাউন্টিতে

কামব্যাক ম্যাচের তৃতীয় ওভারেই জেনিংসকে আউট করেন ইশান্ত। কিছু ক্ষণ পরেই আউট হন কুক। ২১/২ অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে প্রায় ১৫০ রানের পার্টনারশিপ করেন রুট-মইন। ৮৮ রানে জাডেজার বলে অশ্বিন ফিরলেও প্রতি আক্রমণ থামাননি আলি-বেয়ারস্টো। বেয়ারস্টো ৪৯ রানে আউট হলেও সিরিজের দ্বিতীয় এবং কেরিয়ারের পঞ্চম শতরান করেন মইন। দিনের শেষে তিনি অপরাজিত ১২০ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Moeen Ali Chennai Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE