Advertisement
১৬ মে ২০২৪
ISL 2023-24

সেরা কোচের দৌড়ে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস, হুঙ্কার মুম্বইয়ের

আইএসএলে সেরা কোচের পুরস্কার জেতা কার্যত নিশ্চিত হাবাসের। সেরা কোচ হওয়ার দৌড়ে রয়েছেন মুম্বইয়ের পিটার ক্র্যাটকি ও গোয়ার ম্যানুয়েল মার্কুয়েস।

আন্তোনিয়ো লোপেস হাবাস।

আন্তোনিয়ো লোপেস হাবাস। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২৪ ০৫:৪৯
Share: Save:

মুম্বই সিটি এফসি-কে হারিয়ে শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট টানা দ্বিতীয়বার আইএসএলে চ্যাম্পিয়ন হতে পারবে কি না, সময়ই বলবে। বুধবার থেকে বন্ধ দরজার আড়ালে আইএসএল ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল সবুজ-মেরুন শিবির। এ দিন রিকভারি সেশন, সিচুয়েশন প্র‌্যাকটিসের উপরেই জোর দিয়েছেন হাবাস। ১২০ মিনিটে ম‌্যাচ শেষ না হলে টাইব্রেকার হবে। ফলে দিমিত্রি, কামিংসরা পেনাল্টি মারারও অনুশীলন করেন। ত্রিমুকুট জয়ের পথে কোনও দিকেই খামতি রাখতে চান না স্প‌্যানিশ কোচ।

আইএসএলে সেরা কোচের পুরস্কার জেতা কার্যত নিশ্চিত হাবাসের। সেরা কোচ হওয়ার দৌড়ে রয়েছেন মুম্বইয়ের পিটার ক্র্যাটকি ও গোয়ার ম্যানুয়েল মার্কুয়েস। সূত্রের খবর, হাবাসই এগিয়ে রয়েছেন। সেরা বিদেশি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে সবুজ-মেরুনেরই দিমিত্রি পেত্রাতস। সেরা গোলরক্ষক হিসেবে সোনার বুট জেতার সম্ভাবনা উজ্জ্বল মোহনবাগানের বিশাল কেইথের। সেরা ভারতীয় ফুটবলার হতে পারেন মনবীর সিংহ।

সোমবার এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের পরে ক্র‌্যাটকি হুঙ্কার দিয়ে বলেছেন, “যুবভারতীতে ষাট হাজার দর্শকের সামনে জমজমাট ম‌্যাচ হতে চলেছে। ফাইনালে আমরা আরও ভাল খেলব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE