Advertisement
১৬ মে ২০২৪
ATK Mohun Bagan

ATK Mohun Bagan: মঙ্গলবার এএফসি কাপে কী চাইছেন এটিকে মোহনবাগানের প্রীতম, লিস্টনরা

দু’দিন পরেই এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। রবিবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ব্লু স্টার এফসি শহরে চলে আসবে

অনুশীলনে ফিরলেন লিস্টন।

অনুশীলনে ফিরলেন লিস্টন। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৯:৩৯
Share: Save:

মঙ্গলবার এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। রবিবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ব্লু স্টার এফসি শহরে চলে আসবে। ইতিমধ্যেই মাচিন্দ্রার বিরুদ্ধে ব্লু স্টারের ম্যাচের ভিডিয়ো জোগাড় করেছেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। ভিডিয়ো অ্যানালিস্টের থেকে তথ্য পাওয়ার পরে সেই মতো তিরি, লিস্টন কোলাসোদের অনুশীলন করাবেন কোচ। পাশাপাশি চলছে পাসিং ফুটবল খেলার প্রস্তুতিও।

দীর্ঘ দিন পর দর্শকদের সামনে খেলতে চলেছে এটিকে মোহনবাগান। তবে সামনে সহজ প্রতিপক্ষকে পেয়েও একেবারে হালকা ভাবে নিতে রাজি নন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। শনিবার এটিকেএমবি মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতম কোটাল বলেছেন, “গত বার আমরা সরাসরি গ্রুপ পর্বে খেললেও এ বার পরিস্থিতি অন্য। দুটো যোগ্যতা অর্জনের ম্যাচ খেলে গ্রুপে ঢুকতে হবে। তাই এ বার আমাদের কাছে এই প্রতিযোগিতা অনেক কঠিন। বিপক্ষ দল দশ জনে মিলে ডিফেন্স করে। প্রতি আক্রমণে অভ্যস্ত। ফলে আমাদের তৈরি থাকতে হবে।”

গোলরক্ষক অমরিন্দর সিংহ বলেছেন, “ব্লু স্টারের বিরুদ্ধে মাচিন্দ্রা হারলেও ওদের জেতা উচিত ছিল। এই ধরনের নকআউট ম্যাচে ভাল খেলেও অনেক সময় হেরে যেতে হয়। তাই আমাদের শুরু থেকে গোলের জন্য ঝাঁপাতে হবে। কোচও হয়তো সে ভাবেই কৌশল তৈরি করছেন। তবে মানসিক ভাবে আমরা ভাল জায়গায়। তাই ভাল ফলের ব্যাপারে আশাবাদী।”

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে নাকে চোট লেগেছিল লিস্টন কোলাসোর। অস্ত্রোপচারের পর এখন তিনি সুস্থ। গত এএফসি কাপে গোল করা লিস্টন বলেছেন, “আইএসএলে আটটা গোল করেছি। পাঁচটা অ্যাসিস্টও রয়েছে। তবে ভাগ্য না থাকায় লিগশিল্ড পাইনি। এএফসি-তে ভাল ফল করতে পারলে অন্তত খুশি মনে মরসুম শেষ করতে পারব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE