Advertisement
০১ মে ২০২৪
Neymar

সৌদি আরবে এ বার অভিষেক নেমারের, প্রথম ম্যাচেই বিপক্ষকে ৬ গোল আল হিলালের

গোড়ালির চোটের কারণে এত দিন খেলতে পারেননি। সৌদি আরবের ক্লাবের হয়ে প্রথম বার খেলতে নামলেন নেমার। প্রথম ম্যাচেই তাঁর দল আল হিলাল ৬-১ গোলে উড়িয়ে দিল আল রিয়াধকে।

football

গোল না করেও উৎসব নেমারের। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০
Share: Save:

সৌদি আরবের ক্লাবে অভিষেক হল নেমারের। প্রথম ম্যাচেই তাঁর দল আল হিলাল ৬-১ গোলে উড়িয়ে দিল আল রিয়াধকে। তবে নেমার নিজে গোল পেলেন না। পরিবর্ত হিসাবে নামেন নেমার। ম্যাচের শেষ ২৬ মিনিট মাঠে ছিলেন তিনি।

প্যারিস সঁ জরমঁ ছেড়ে গত মাসেই নেমার যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাবে। কিন্তু চোট থাকায় এত দিন খেলতে পারেননি। এ দিন ৬৪ মিনিটে তাঁকে মাঠে নামান কোচ। ৮৩ মিনিটে স্বদেশি ম্যালকমকে দিয়ে গোল করান নেমার।

৩০ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচ পেনাল্টি থেকে এগিয়ে দিয়েছিলেন আল হিলালকে। এর পর ইয়াসির শাহরানি এবং নাসের আল দাওসারি ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে দু’টি গোল করেন আল হিলালের অধিনায়ক সালেম আল দাওসারি। তার মধ্যে একটি পেনাল্টি থেকে। তবে গোল করলেও সমর্থকদের ব্যঙ্গের থেকে রেহাই পাননি। সমর্থকরা চেয়েছিলেন পেনাল্টিটা নেমার নিন। তা হলে প্রথম ম্যাচেই ক্লাবের হয়ে গোল হয়ে যেতে পারত। কিন্তু সালেম শট মারতে এগিয়ে যেতেই তাঁকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক শিস দেওয়া হতে থাকে।

কিছু দিন আগেই দেশের জার্সিতে নজির গড়েছিলেন নেমার। পেলেকে টপকে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। বলিভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। তবে গোড়ালির চোটের কারণে আল হিলালের হয়ে আগে নামতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar Al Hilal Saudi Arabia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE