Advertisement
১৯ মে ২০২৪

বেঙ্গালুরু তুলে নিল আতলেতিকোর গোলকিপারকে

গোলকিপার অমরিন্দর সিংহকে দলে নিল বেঙ্গালুরু এফসি। অমরিন্দরের জন্যে ঝাঁপিয়েছিল অনেক দলই। ইস্টবেঙ্গলও চেষ্টা চালিয়েছিল। কিন্তু প্রথম থেকেই এই পঞ্জাবি গোলকিপার ঝুঁকে ছিলেন বেঙ্গালুরু এফসির দিকে। শুক্রবার পুণে এফসি থেকে লোনে বেঙ্গালুরুতে সই করলেন অমরিন্দর।

নিজস্ব প্রতিনিধি
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৬
Share: Save:

গোলকিপার অমরিন্দর সিংহকে দলে নিল বেঙ্গালুরু এফসি। অমরিন্দরের জন্যে ঝাঁপিয়েছিল অনেক দলই। ইস্টবেঙ্গলও চেষ্টা চালিয়েছিল। কিন্তু প্রথম থেকেই এই পঞ্জাবি গোলকিপার ঝুঁকে ছিলেন বেঙ্গালুরু এফসির দিকে। শুক্রবার পুণে এফসি থেকে লোনে বেঙ্গালুরুতে সই করলেন অমরিন্দর। এবারের আইএসএল-এ তিনিই সেরা ভারতীয় গোলকিপার। সেমিফাইনালে হেরে ছিটকে যাওয়ার রাতে আতলেতিকো কলকাতার সেরা বিদেশি স্ট্রাইকার বলেছিলেন, “আইএসএল এর দুই সেরা গোলকিপার এদিন খেলেছে একে অন্যের বিরুদ্ধে।” উল্টোদিকে ছিলেন চেন্নাইয়ের হয়ে খেলা বেটে। পুরো টুর্নামেন্টেই কলকাতা দলের তিনকাঠি দাপটের সঙ্গে সামলে গিয়েছেন এই গোলকিপার। বেঙ্গালুরুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বসিত অমরিন্দর বলেন, “বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়ে আমি খুশি। এই ক্লাবের পেশাদারিত্ব নিয়ে কিছু বলার নেই। সবাই জানে। চোখ বুঝে বলতে পারি আমি সেরা ক্লাবে সই করলাম।”

পঞ্জাবের গ্রাম মাহিলপুর থেকে আতলেতিকোয় যোগ দেওয়ার আগের চার বছর কেটেছে পুণে এফসি দলে। এই মরশুমে দল তুলে নিয়েছে পুণে এফসি। অমরিন্দরকে পেয়ে খুশি বেঙ্গালুরু কোচ অ্যাশলে ওয়েস্টউড।বলেন, “আমরা সব সময়ই দেশের জুনিয়র প্রতিভাদের নিয়ে দল বানানোর চেষ্টা করি। এবং অমরিন্দর তাদের মধ্যে একজন।” আইএসএল-এ এক্সপার্ট হিসেবে থাকার সুবাদে মন দিয়েই দেখেছেন অমরিন্দরের খেলা। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। আগামী বছর ৯ জানুয়ারি থেকে আই লিগ। বেঙ্গালুরুর প্রথম খেলা ওই দিনই গোয়ায় সালগাওকরের বিরুদ্ধে। দলের সঙ্গে মানিয়ে নিতে তার আগে খুব অল্পই সময় পাবেন অমরিন্দর। ওয়েস্টউড বলেন, “আইএসএল-এ ও খুব কম ভুল করেছে। যে এক দুটো ভুল করেছিল সেটা এখানে ও শুধরে নেবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl amrinder bengaluru atletico
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE