Advertisement
১৯ মে ২০২৪

মোর্তাজাদের হয়েই বাজি ধরছেন মুস্তাফা কামাল

আগামিকাল এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের জয়ের স্বপ্নে আপাতত বুঁদ হয়ে আছেন প্রাক্তন আইসিসি প্রধান মুস্তাফা কামাল। শনিবার গুলশনে নিজের বাসভবনে বসে জানিয়ে দিলেন, মোর্তাজার নেতৃত্বে বঙ্গ ব্রিগেডের জয় নিয়ে তিনি এক প্রকার নিশ্চিত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ২১:২৫
Share: Save:

আগামিকাল এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের জয়ের স্বপ্নে আপাতত বুঁদ হয়ে আছেন প্রাক্তন আইসিসি প্রধান মুস্তাফা কামাল। শনিবার গুলশনে নিজের বাসভবনে বসে জানিয়ে দিলেন, মোর্তাজার নেতৃত্বে বঙ্গ ব্রিগেডের জয় নিয়ে তিনি এক প্রকার নিশ্চিত। তাঁর মতে, যে হেতু খাতায়-কলমে সবাই ভারতকেই ফেভারিট ধরে নিচ্ছে তাই চাপটা আসলে টিম ইন্ডিয়ার উপর। মীরপুরে ঘরের মাঠে সৌম্যরা অনেক খোলা মনে খেলতে নামবেন। সব শক্তি দিয়ে ঝাঁপাবেন, এবং জিতবেনও।

মেলবোর্নে বিশ্বকাপে এই ভারতের কাছেই বাংলাদেশের হারের পর বেজায় চটে ছিলেন মুস্তাফা কামাল। অভিযোগ তুলেছিলেন, শ্রীনিবাসনের অঙ্গুলি হেলনেই নাকি ভারতের হয়ে পক্ষপাতিত্ব করেছে আইসিসি। তবে সেই রাম বা রাজত্ব কোনওটাই নেই। ভারতীয় ক্রিকেটে অস্তমিত শ্রীনি যুগ। বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরকে নিয়ে বেজায় খুশি মুস্তাফা। বললেন, মেলবোর্নের ঘটনা আর তাঁর মনে নেই। মনে রাখতে চান না, এশিয়া কাপে কোহলিদের হাতে মোর্তাজাদের পরাজয়ও। ‘‘ল অব অ্যাভারেজ বলছে এ বার কিন্তু জয়ের পালা বাংলাদেশের।’’ — আত্মবিশ্বাসী মন্তব্য বিসিবি-র এক সময়ের সর্বময় কর্তার।

হার-জিতের ফয়সলা গতকাল শের-ই-বাংলার ২২ গজে ওই তিন ঘণ্টাতেই হবে। তার আগে মুস্তাফা কামালের এই কনফিডেন্স তামিমদের বাড়তি কিছুটা উত্সাহ যোগাবে বৈকি!

আরও পড়ুন-বাংলার বাঘেদের সমীহ করছে ধারে ভারে এগিয়ে থাকা ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

asia cup t-20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE