Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Paris 2024

অলিম্পিক্স হকিতে কঠিন গ্রুপে এশিয়ার একমাত্র প্রতিনিধি ভারত, হরমনপ্রীতদের প্রতিপক্ষ কারা?

অলিম্পিক্সে পুরুষদের হকিতে সফলতম দেশ ভারত। গত বারের ব্রোঞ্জ জয়ীরা প্যারিসে এশিয়ার এক মাত্র প্রতিনিধি। বিশ্ব ক্রমতালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছেন হরমনপ্রীতেরা।

picture of Indian Hockey Team

টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দল। ছবি: (এক্স) টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২২:৫৭
Share: Save:

আগামী প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতের মহিলা হকি দল। আর এশিয়ান গেমসে সোনা জয়ী পুরুষদের দল জায়গা পেল কঠিন গ্রুপে। গত টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন হরমনপ্রীত সিংহেরা। উল্লেখ্য, পুরুষদের হকিতে এ বারের অলিম্পিক্সে এশিয়ার এক মাত্র প্রতিনিধি ভারত।

প্যারিস অলিম্পিক্সের ১২টি দল চূড়ান্ত হয়ে যাওয়ার পর দু’টি গ্রুপ বা পুলে ভাগ করা হয়েছে দলগুলিকে। পুল ‘বি’-তে রয়েছে ভারত। পরের রাউন্ডে যেতে হলে পুলে একাধিক শক্তিশালী দলকে হারাতে হবে হরমনপ্রীতদের। ভারতের সঙ্গে পুল ‘বি’-তে রয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউ জ়িল্যান্ড এবং আয়ারল্যান্ড। বেলজিয়াম এখন রয়েছে বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। রিয়ো অলিম্পিক্সে পুরুষদের হকিতে সোনা জিতেছিল লিয়োনেল মেসির দেশ। এ ছাড়াও বিশ্ব হকিতে যথেষ্ট শক্তিশালী দল হিসাবে পরিচিত অস্ট্রেলিয়াও। গত অলিম্পিক্সে রুপো জিতেছিল অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রমতালিকায় ভারতের স্থান এখন তৃতীয়। শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।

অলিম্পিক্সের পুল ‘এ’-তে নেদারল্যান্ডসের সঙ্গে রয়েছে জার্মানি, গ্রেট ব্রিটেন, স্পেন, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা। প্রতি পুলের সেরা চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সে ক্ষেত্রে নকআউট পর্বে যেতে ভারতীয় দলকে পুলের অন্তত দু’টি ম্যাচ জিততেই হবে।

অলিম্পিক্সে পুরুষদের হকিতে সফলতম দল ভারত। মোট আট বার সোনা জিতেছে ভারত। যদিও গত টোকিয়ো অলিম্পিক্সে ৪১ বছরের পদক খরা কাটিয়েছেন হরমনপ্রীতেরা। প্যারিস অলিম্পিক্স হওয়ার কথা আগামী ২৬ জুলাই থেকে ১১ অগস্ট। হকি শুরু হবে ২৭ জুলাই। ফাইনাল ৯ অগস্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey olympics indian team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE