Advertisement
০১ নভেম্বর ২০২৪
Sunil Gavaskar

এ বারের আইপিএল-এ জিততে পারত কোন দল, জানিয়ে দিলেন গাওস্কর

গাওস্করের মতে ডেথ ওভারের ভুল শুধরে নিলেই সেরা হতে পারবে এই দল।

আইপিএল-এর সম্ভাব্য চ্যাম্পিয়নকে বেছে নিলেন সুনীল গাওস্কর।

আইপিএল-এর সম্ভাব্য চ্যাম্পিয়নকে বেছে নিলেন সুনীল গাওস্কর। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১১:১৯
Share: Save:

আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর প্রতিযোগিতার সেরা কে হতে পারত সেই নিয়ে আলোচনা চলছেই। সুনীল গাওস্করও বেছে নিলেন আইপিএল-এর সম্ভাব্য চ্যাম্পিয়নকে। ২৯ ম্যাচের পর স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এ চ্যাম্পিয়ন হতে পারত কোন দল? কী বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক?

গাওস্করের মতে এ বার চ্যাম্পিয়ন হতেই পারত মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। গাওস্কর বলেন, “অন্যান্য দলের সঙ্গে দারুণ ছন্দে ছিল গত বার হতাশ করা চেন্নাই। চ্যাম্পিয়নের মতো ফিরে এসেছিল তারা। নতুন শক্তি নিয়ে নেমেছিল ওরা। মইন আলিকে ৩ নম্বরে ব্যাট করতে নামানো দারুণ সিদ্ধান্ত। বেশ কিছু দুর্দান্ত ইনিংস উপহার দিল এই বাঁহাতি ব্যাটসম্যান। ছন্দে ছিল ফ্যাফ দু’প্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড়। পুরোপুরি অলরাউন্ডার হয়ে উঠেছে স্যাম কারেনও। ডেথ ওভারের বোলিং নিয়ে একটু ভাবতে হবে শুধু দলকে।”

গত বছরের প্রতিযোগিতায় প্রথম বারের জন্য প্লে অফে পৌঁছতে পারেননি ধোনিরা। তবে এ বারের নিলামে দল গুছিয়ে ফিরে এসেছিল চেন্নাই। প্রতিযোগিতা স্থগিত হওয়ার আগে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল তারা।

অন্য বিষয়গুলি:

CSK MS Dhoni Sunil Gavaskar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE