Advertisement
১৭ মে ২০২৪
Rohit Sharma

IPL 2022: ‘রোহিতেরও উচিত ছিল কোহলীর পথ নেওয়া,’ কেন এমন বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

গত বারই মরসুম শেষে বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলী। এ বার তাদের নতুন অধিনায়ক হয়েছেন ফ্যাফ ডুপ্লেসি।

কোন পথ নিতে বললেন মঞ্জরেকর

কোন পথ নিতে বললেন মঞ্জরেকর ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৮:১৩
Share: Save:

টানা পাঁচ ম্যাচে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের ট্রফিজয়ীদের দশা দেখে অনেকেই আতঙ্কিত। তাঁরা মনে করছেন, এ বার মুম্বইয়ের পক্ষে প্লে-অফে ওঠা সম্ভব হবে না। এর মাঝেই সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, রোহিত শর্মারও উচিত ছিল মরসুমের আগে বিরাট কোহলীর মতো অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। তাতে কাঁধের বোঝা অনেকটা হালকা করে নামতে পারতেন তিনি।

গত বারই মরসুম শেষে বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলী। এ বার তাদের নতুন অধিনায়ক হয়েছেন ফ্যাফ ডুপ্লেসি। অন্য দিকে, রোহিত সদ্য জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পিছনে আইপিএলে তাঁর পারফরম্যান্স রয়েছে। ফলে হঠাৎই মঞ্জরেকর এ রকম মন্তব্য কেন করলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এক ক্রিকেট ওয়েবসাইটে মঞ্জরেকর বলেছেন, “দলে এখনও পোলার্ডের অভিজ্ঞতার গুরুত্ব রয়েছে। মরসুম শুরুর আগে আমি ভেবেছিলাম রোহিতও হয়তো কোহলীর মতো অধিনায়কত্ব ছেড়ে দেবে। তা হলে একটু আরাম করতে পারবে এবং একজন ব্যাটার হিসেবেই খেলতে পারবে। পোলার্ডকে দায়িত্ব দেওয়া উচিত ছিল, কারণ দেশের হয়ে দারুণ অধিনায়কত্ব করেছে ও।”

মঞ্জরেকর মনে করছেন, অধিনায়কত্বের জন্যে ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন না রোহিত। বলেছেন, “গত ৩-৪ মরসুম ধরেই ওর ছন্দ এ রকমই যাচ্ছে। গড় ৩০-এর নীচে, স্ট্রাইক রেটও ১৫০-১৬০-এর কাছাকাছি নেই। ভারতের হয়ে খেললে ওর পরিসংখ্যান ভাল। কারণ সেখানে দল নয়, নিজেকে নিয়ে বেশি ভাবতে পারে। আইপিএলে খেললে ও অনেকটা কেএল রাহুলের মতো। বেশি দায়িত্ব নিয়ে খেলতে চায়। খোলা মনে খেললে এখনও অনেক অবদান রাখতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE