Advertisement
১১ মে ২০২৪
IPL 2024

এ বার আইপিএলেও শাস্তি পেলেন ‘অবাধ্য’ ঈশান, কী করেছেন দিল্লির বিরুদ্ধে?

বিসিসিআইয়ের নির্দেশ অমান্য করার শাস্তি আগেই পেয়েছেন ঈশান। এ বার আইপিএলেও শাস্তি পেলেন তিনি। প্রতিযোগিতার আচরণবিধি ভঙ্গে অভিযুক্ত মুম্বইয়ের ক্রিকেটার।

Picture of Ishan Kishan

ঈশান কিশন। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১০:৫২
Share: Save:

শাস্তি পেলেন ঈশান কিশন। মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আইপিএলের আচরণবিধি ভঙ্গে অভিযুক্ত। তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ‘অবাধ্য’ ঈশানকে।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় অভিযুক্ত হয়েছেন ঈশান। লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস ম্যাচের পর ঈশানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। ঈশান তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন। ঈশানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ম্যাচ রেফারির এই সিদ্ধান্তই চূড়ান্ত।’’

আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় বলা হয়েছে, ‘‘স্বাভাবিক ক্রিকেটীয় নয়, এমন আচরণ গ্রহণযোগ্য নয়। যেমন উইকেটে ব্যাট দিয়ে মারা বা লাথি মারা, ইচ্ছাকৃত ভাবে অসংযত আচরণ করা, মাঠ বা সাজঘরের কোনও কিছুর ক্ষতি করার মতো বিষয়গুলি গ্রহণযোগ্য নয়।’’ তবে শনিবারের ম্যাচে ঈশান ঠিক কী করেছেন, তা জানাননি আইপিএল কর্তৃপক্ষ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ঋষভ পন্থের দলের বিরুদ্ধে শনিবার ঈশান ব্যাট হাতেও সাফল্য পাননি। ওপেন করতে নেমে করেন ১৪ বলে ২০ রান। ৪টি চার মেরেছেন তরুণ ক্রিকেটার। উইকেটরক্ষক হিসাবে অবশ্য ভাল পারফর্ম করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE