Advertisement
১৭ মে ২০২৪
Jaydev Unadkat

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও বিরাটের দলে জায়গা না পেয়ে হতাশ এই জোরে বোলার

শুধু ইংল্যান্ড সফর নয় অস্ট্রেলিয়া সফরেও সুযোগ না পেয়ে হতাশ জয়দেব।

জয়দেব উনাদকট

জয়দেব উনাদকট টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৮:৪৭
Share: Save:

ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ জয়দেব উনাদকট। ২০১৯-২০ মরসুমে রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে ৬৭ উইকেট নিয়েও ভারতীয় দলে জায়গা পাননি সৌরাষ্ট্রের রঞ্জি জয়ী অধিনায়ক। সে মরসুমে রঞ্জিতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন তিনি। তবে কোভিডের কারণে ঘরোয়া ক্রিকেটে খেলা না হওয়ায় ভারতীয় দলে অনেক ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তিনিও ভেবেছিলেন ডাক পাবেন। তবে তা হয়নি।

তবে শুধু ইংল্যান্ড সফর নয়, অস্ট্রেলিয়া সফরেও সুযোগ না পেয়ে হতাশ উনাদকট। ২০২০ সালে আইপিএল-এ ভাল বল করতে না পারায় অস্ট্রেলিয়া সফরে ডাক পাননি তিনি। এমনটাই মনে করেন ভারতের এই জোরে বোলার। উনাদকট বলেন, ‘‘আইপিএল আর টেস্ট একেবারেই আলাদা দুই ঘরানা হলেও এখন দল নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেটার কেমন ছন্দে রয়েছেন তা দেখা হয়। আইপিএল-এর পর রঞ্জি ট্রফি ছাড়াও অনেক ঘরোয়া প্রতিযোগিতা হয়নি। তবে অস্ট্রেলিয়া সফরে যারা সুযোগ পেয়েছে তাদের দেখে আমার মনে হয়েছে আমিও সুযোগ পেতে পারতাম।’’

উনাদকট বলেন, ‘‘এই মুহূর্তে আমি সেরা ছন্দে রয়েছি। তাই আশা করেছিলাম ভারতীয় দলে ডাক পাব। সুযোগ আসবে বলে আশা করেছিলাম। এবারেও ঘরোয়া প্রতিযোগিতা না হওয়ায় অনেক বড় দল গড়তে হয়েছে বিসিসিআই-কে। আমি ভেবেছিলাম সুযোগ পাব।’’

তবে হতাশ হলেও হাল ছাড়তে নারাজ উনাদকট। তিনি বলেন, ‘‘হতাশ হয়েছি এটা অস্বীকার না করলেও নতুন উদ্যমে ঝাঁপাতে চাই। নিজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’’

ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ জয়দেব উনাদকট। ২০১৯-২০ মরসুমে রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে ৬৭ উইকেট নিয়েও ভারতীয় দলে জায়গা পাননি সৌরাষ্ট্রের রঞ্জি জয়ী অধিনায়ক। তবে কোভিডের কারণে ঘরোয়া ক্রিকেটে খেলা না হওয়ায় ভারতীয় দলে অনেক ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তিনিও ভেবেছিলেন ডাক পাবেন। তবে তা হয়নি।

তবে শুধু ইংল্যান্ড সফর নয়, অস্ট্রেলিয়া সফরেও সুযোগ না পেয়ে হতাশ উনাদকট। ২০০২০ সালে আইপিএল-এ ভাল বল করতে না পারায় অস্ট্রেলিয়া সফরে ডাক পাননি তিনি। এমনটাই মনে করেন ভারতের এই জোরে বোলার। উনাদকট বলেন, ‘‘আইপিএল আর টেস্ট একেবারেই আলাদা দুই ঘরানা হলেও এখন দল নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেটার কেমন ছন্দে রয়েছেন তা দেখা হয়। আইপিএল-এর পর রঞ্জি ট্রফি ছাড়াও অনেক ঘরোয়া প্রতিযোগিতা হয়নি। তবে অস্ট্রেলিয়া সফরে যারা সুযোগ পেয়েছে তাদের দেখে আমার মনে হয়েছে আমিও সুযোগ পেতে পারতাম।’’

উনাদকট বলেন, ‘‘এই মুহূর্তে আমি সেরা ছন্দে রয়েছি। তাই আশা করেছিলাম ভারতীয় দলে ডাক পাব। সুযোগ আসবে বলে আশা করেছিলাম। এবারেও ঘরোয়া প্রতিযোগিতা না হওয়ায় অনেক বড় দল গড়তে হয়েছে বিসিসিআই-কে। আমি ভেবেছিলাম সুযোগ পাব।’’

তবে হতাশ হলেও হাল ছাড়তে নারাজ উনাদকট। তিনি বলেন, ‘‘হতাশ হয়েছি এটা অস্বীকার না করলেও নতুন উদ্যমে ঝাঁপাতে চাই। নিজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI Jaydev Unadkat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE