Advertisement
১৭ মে ২০২৪
Michael Clarke

ফিঞ্চ কোনও দল না পাওয়ায় অবাক ক্লার্ক

বিগ ব্যাশ লিগে খারাপ পারফরম্যান্সের পরেও ফিঞ্চকে নেতৃত্বে রাখা হয় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৫০
Share: Save:

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ফর্ম্যাটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ আইপিএলে কোনও দল না পাওয়ায় বিস্মিত মাইকেল ক্লার্ক। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মনে করেছেন, ফিঞ্চকে টি-টোয়েন্টি অধিনায়ক রেখে দিয়ে হয় অস্ট্রেলিয়ার নির্বাচকরা ভুল করছেন অথবা আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ভুল হয়েছে তাঁকে না নিয়ে।


বিগ ব্যাশ লিগে খারাপ পারফরম্যান্সের পরেও ফিঞ্চকে নেতৃত্বে রাখা হয় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হয়েছে সোমবার থেকে। অস্ট্রেলিয়ার ডান হাতি ব্যাটসম্যানকে জানুয়ারিতে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর পরে আইপিএল নিলামে তাঁর নাম উঠলেও কোনও ফ্র্যাঞ্চাইজি দল তাঁকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি। ক্লার্ক বলেছেন, ‘‘আমার তো ব্যাপারটা বিশ্বাসই হচ্ছে না। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক নিলামে কোনও দল পাচ্ছে না! কেউ না কেউ তো ভুল তো করেইছে। আইপিএল খেলার মতো দক্ষতা ফিঞ্চের নেই, সেটা মানতে পারছি না।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘ফিঞ্চের অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে এতে খারাপ লাগার কথা। আমার মনে হয় ও এখনও বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে রয়েছে।’’


ফিঞ্চ ছাড়াও অন্য অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে অ্যালেক্স ক্যারি, শন মার্শ, মার্নাস লাবুশেন, জেসন বেহরেনডর্ফ, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, হিল্টন কার্টরাইট, জেমস ফকনারের মতো ক্রিকেটারেরা দল পাননি এ বার আইপিএল নিলামে। ফিঞ্চ অবশ্য আগেই জানিয়েছিলেন, আইপিএলে দল না পেয়ে তিনি অবাক নন। বলেছিলেন, ‘‘খুব ভাল লাগত আবার এই প্রতিযোগিতায় এ বার নামতে পারলে। কিন্তু আমাকে কোনও দলের না নেওয়া অপ্রত্যাশিত নয়। আমি ক্রিকেট খেলতে চাই। কিন্তু বাড়িতে কিছুটা সময় কাটানোর সুযোগ পাওয়াটাও খুব একটা খারাপ ব্যাপার নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket IPL Aaron Finch Michael Clarke
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE