Advertisement
১৭ মে ২০২৪

ভক্তকে হারালেন জোকার

উইম্বলডনে নোভাক জকোভিচের দৌড় শুরু হয়ে গেল। প্রথম রাউন্ডে ম্যাচের মাঝপথেই ওয়াকওভার পাওয়ার পরে খুব সহজে জিতে বৃহস্পতিবার তিনি পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে।

তৃতীয় রাউন্ডে ওঠার পরে বৃহস্পতিবার দর্শকদের দিকে হাত নাড়ছেন নোভাক জকোভিচ। ছবি: গেটি ইমেজেস

তৃতীয় রাউন্ডে ওঠার পরে বৃহস্পতিবার দর্শকদের দিকে হাত নাড়ছেন নোভাক জকোভিচ। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ০৩:৫৮
Share: Save:

উইম্বলডনে নোভাক জকোভিচের দৌড় শুরু হয়ে গেল। প্রথম রাউন্ডে ম্যাচের মাঝপথেই ওয়াকওভার পাওয়ার পরে খুব সহজে জিতে বৃহস্পতিবার তিনি পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে। চেক প্রজাতন্ত্রের অ্যাডাম পাভলাসেক-কে এ দিন ৬-২, ৬-২, ৬-১ উড়িয়ে দেন তিনি। কে পাভলাসেক? না, কিশোর বয়সে যিনি জকোভিচের ভক্ত ছিলেন। তিরিশ বছরের জকোভিচের কাছে হার মানতে হলেও তাই আদর্শের দর্শনের সুখানুভূতি নিয়ে ফিরলেন বাইশ বছরের পাভলাসেক।

‘‘আমি এটা জানতাম না,’’ পাভলাসেক তাঁর ভক্ত শুনে প্রতিক্রিয়া জকোভিচের, ‘‘ভাল লাগছে শুনে যে, আমিও কাউকে অনুপ্রাণিত করতে পেরেছি।’’ নিজের খেলা নিয়েও খুশি তিনি। বললেন, ‘‘আমার নিজস্ব ভঙ্গিতে খেলতে পেরেছি আজ। এ ভাবেই আমি খেলতে চাই।’’ যোগ করেন, ‘‘উইম্বলডনে যত দিন যায়, তত আমি স্বস্তি অনুভব করতে থাকি। এর আগে অনেক বার এখানে খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’’

এ বারের টুর্নামেন্ট নিয়ে তাঁর নকশা কী রকম, তার বর্ণনা দিতে গিয়ে জোকার বলেন, ‘‘রোজকার একটা রুটিন আছে। সেটাকে অনুসরণ করতে হবে। যাতে শারীরিক এবং মানসিক ভাবে সেরা জায়গাটায় থাকতে পারি। আমার মনে হয় তা হলেই নিজের সেরাটা দিতে পারব।’’

আরও পড়ুন:ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সতর্ক করলেন নাদাল

গত এক বছর ধরে কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি জকোভিচ। হঠাৎই তাঁর ফর্মে অবিশ্বাস্য পতন ঘটেছে। যা দেখে টেনিস মহলে প্রশ্ন উঠে গিয়েছে, জোকারের রোগ কি মানসিক? নাকি তিনি অন্য কোনও সমস্যায় ভুগছেন? পারিবারিক সমস্যার দিকেও কেউ কেউ অঙ্গুলি নির্দেশ করেছেন। তারই মধ্যে বরিস বেকার-সহ কোচিং টিমের সকলকে বরখাস্ত করেছেন। প্রায় এক দশক সঙ্গে থাকা কোচিং টিমকে কেন জকোভিচ সরিয়ে দিলেন তা নিয়ে অনেকেই তখন প্রচণ্ড অবাক হয়েছিলেন।

উইম্বলডনে নতুন কোচ হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন আর এক মহাতারকা— আন্দ্রে আগাসি। ছাত্রের ‘বেসলাইন প্লে’, উন্নত ব্যাকহ্যান্ড দেখে কয়েক বার প্রশংসাসূচক ঘাড় নাড়তেও দেখা গেল স্টেফি গ্রাফের স্বামীকে। ঝোড়ো শুরুই করলেন জকোভিচ। প্রথম সেট জিতে নিলেন মাত্র আধ ঘণ্টায়। ম্যাচ জিততে নিলেন ৯০ মিনিটের কিছু বেশি সময়। পরের রাউন্ডে জোকারের সামনে আর্নেস্ট্‌স গুলবিস। যিনি এ দিন আর্জেন্তিনার খুয়ান মার্তিন দেল পোত্রোকে ৬-৪, ৬-৪, ৭-৬ হারালেন।

বৃহস্পতিবার প্রাক্তন এক নম্বরের খেলা দেখে অবশ্য কারও কারও মনে হয়েছে, আগের সেই জকোভিচ। কিন্তু গোটা টুর্নামেন্টে এই ফর্ম তিনি ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE