Advertisement
১৯ মে ২০২৪
Rafael Nadal

হার রাফার, আন্ডারআর্ম সার্ভ বিতর্কে মেদভেদেভ

সোমবার রাশিয়ার তারকা মেদভেদেভ স্ট্রেট সেটে হারান হারান আলেকজান্ডার জ়েরেভকে। ফল ৬-৩, ৬-৪।

চর্চায়: সোমবার ম্যাচে মেদভেদেভের সেই ‘আন্ডারআর্ম’ সার্ভ। টুইটার

চর্চায়: সোমবার ম্যাচে মেদভেদেভের সেই ‘আন্ডারআর্ম’ সার্ভ। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৪:৩৩
Share: Save:

মরসুম শেষের এটিপি ফাইনালস প্রতিযোগিতায় প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পরে মঙ্গলবার হারলেন রাফায়েল নাদাল। যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিম ৭-৬ (৭), ৭-৬ (৪) ফলে জেতেন নাদালের বিরুদ্ধে। এই হারের পরে নাদালকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরের ম্যাচে স্টেফানোস চিচিপাসকে হারাতেই হবে। এই প্রতিযোগিতাতেই আবার ‘আন্ডারআর্ম’ সার্ভ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এখন দানিল মেদভেদেভ।
নাদালকে আক্রমণাত্মক টেনিসে হারানোর পরে থিম বলেছেন, ‘‘ইন্ডোর বা আউটডোর দুই কোর্টের ক্ষেত্রেই এই ম্যাচটা আমার অন্যতম সেরা। এই ছন্দটাই ধরে রাখতে হবে। সেটাই লক্ষ্য।’’ নাদাল হারের পরেও হতাশ নন। তিনি বলেছেন, ‘‘হারলেও অনেক সুযোগ পেয়েছি। নিজের খেলায় খুশি। দারুণ খেলেছে ডমিনিক। ওকে অভিনন্দন।’’
সোমবার রাশিয়ার তারকা মেদভেদেভ স্ট্রেট সেটে হারান হারান আলেকজান্ডার জ়েরেভকে। ফল ৬-৩, ৬-৪। এই সার্ভ যদিও নিয়মসম্মত, তবু অনেকে মনে করেন বিপক্ষের জন্য অসম্মানজনক। দ্বিতীয় সেটে মেদভেদেভ ৪-৩ এগিয়ে থাকার সময় আন্ডারআর্ম সার্ভ করেন জ়েরেভকে। সেই পয়েন্টও জেতেন তিনি। ম্যাচের পরে মেদভেদেভ বলেছেন, ‘‘আমি তো ৪০-০ পয়েন্টে বিপক্ষকে বিদ্রুপ করার জন্য এই সার্ভ করিনি। ৩০-৩০ পয়েন্টে করেছি। ওই পয়েন্ট জিততে, ম্যাচটা জিততে। এখানে অসম্মান করার মতো কিছু দেখছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rafael Nadal Dominic Thiem tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE