Advertisement
০৩ মে ২০২৪
সাফ ফুটবল

ছন্নছাড়া আয়োজনে ক্ষোভ

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাফ মহিলা ফুটবলের আয়োজনে ছন্নছাড়া পরিস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ, কখনও সময় মতো কাউন্টারে টিকিট পৌঁছয়নি। বুধবার খেলা চলাকালীন মাঠের ঢুকে পড়ে কুকুর। ফুটবলারদের জন্য যে বাস দেওয়া হয়েছে সেগুলির কয়েকটির পরিস্থিতি ভাল নয়।

চলছে ভারতীয় দলের প্রস্তুতি। — বিশ্বরূপ বসাক

চলছে ভারতীয় দলের প্রস্তুতি। — বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০১:৫৩
Share: Save:

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাফ মহিলা ফুটবলের আয়োজনে ছন্নছাড়া পরিস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ, কখনও সময় মতো কাউন্টারে টিকিট পৌঁছয়নি। বুধবার খেলা চলাকালীন মাঠের ঢুকে পড়ে কুকুর। ফুটবলারদের জন্য যে বাস দেওয়া হয়েছে সেগুলির কয়েকটির পরিস্থিতি ভাল নয়।

দু’দিন ধরে ফোসিন গেটের সামনে স্টেডিয়াম চত্বরে ফাঁকা জায়গায় বাইক, গাড়ি পার্কিং করানো হচ্ছিল। বৃহস্পতিবার দেখা যায় সেখানে ‘নো এন্ট্রি’ জোন করে স্টেডিয়ামের সামনে রাস্তার ধারে বাইক, গাড়ি দাঁড করানো হচ্ছে। তাতে রাস্তায় যাতায়াতেও সমস্যা হচ্ছে। অভিযোগ, ফেডারেশনের কর্মকর্তাদের গাড়ির চালকদের একাংশ গলায় কার্ড ঝুলিয়ে মাঠের ফেন্সিংয়ের ভিতরে ঢুকে পড়ছেন। দু’দিন আগে ম্যাচের শেষে ‘সেলিব্রেট’ করতে গিয়ে এক ফুটবলার চোট পেলে তাঁকে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে নেওয়ার লোকছিল না বলে অভিযোগ।

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আইএফএ’র প্রতিনিধিরা একে অপরের উপর দায় ঠেলে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আইএফএ এবং ফেডারেশনের প্রতিনিধি তথা ম্যাচের আয়োজক কমিটির কোঅর্ডিনেটর সুদেষ্ণা মুখোপাধ্যায় বলেন, ‘‘মহকুমা ক্রীড়া পরিষদকে সঙ্গে নিয়েই আয়োজন করছি। আইএফএ’র কর্মকর্তারা অনেক চেষ্টা করে এ ধরনের বড় ম্যাচ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে করার ব্যবস্থা করছেন। সকলে মিলেই আয়োজনের বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখতে হবে।’’

ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের অনেকের অভিযোগ, টিকিটে কী ছাপা হবে তার বিস্তারিত ফেডারেশনের কাছ থেকে সময় মতো পাওয়া যায়নি। তাই টিকিট ছাপতে দেরি হয়েছে। তবে এখন কোনও সমস্যা নেই। ম্যাচের আগে প্রতিদিনই টিকিট বিক্রি হচ্ছে। অভিযোগ, একেক দিন একেক সময় খুলছে কাউন্টার। আইএফএ প্রতিনিধিদের দাবি, ফোসিন গেটে স্টেডিয়ামে ঢোকার মুখে যে জায়গা রয়েছে সেখানে গাড়ি যাতে না দাঁড়ায় সে জন্য আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে।

ক্রীড়া পরিষদের কর্তাদের অনেকের ক্ষোভ, সদস্যদের সকলে যেখানে টিকিট পাননি সেখানে ফেডারেশনের কর্মকর্তাদের গাড়ির চালকেরা অনেকে কী করে গলায় ‘পাস’ ঝুলিয়ে ন্সিংয়ের ভিতরে ঘুরছেন তা তাঁরা বুঝতে পারছেন না। অথচ আগের দিন মহকুমাশাসককে উদ্বোধন অনুষ্ঠানে মাঠের মধ্যে ডাকা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE